সংক্ষিপ্ত
বাংলাদেশে ভারতীয় পতাকার অবমাননার ছবি ভাইরাল হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি কেন্দ্র সরকারকে বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে থা বলার আহ্বান জানিয়েছেন।
বাংলাদেশে ভারতীয় পতাকার অবমাননা- এমন ছবি বেশ কয়েকদিন ধরেই ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। ছবিটি বাংলাদেশের একটি বিশ্ববিদ্যালয়ের বলে দাবি করা হচ্ছে। ভারতীয়দের ক্ষোভ স্বাভাবিক। শুধু তাই নয়, গত কয়েকদিন ধরে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ছবি দেখে ভারত-সহ সারা বিশ্বের মানুষ ক্ষোভে ফেটে পড়ছেন। আর আজ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায় সেই একই ক্ষোভের কথা শোনা গেল। তৃণমূল সাংসদ বলেন, বাংলাদেশের ছবি দেখে নিজের ক্ষোভ নিয়ন্ত্রণ করতে পারেননি। রক্ত ফুটছে বলেও জানান অভিষেক।
শনিবার তার লোকসভা কেন্দ্রে একটি অনুষ্ঠানের পর এক সংবাদ সম্মেলনে অভিষেক বলেন, ঢাকা ও বাংলাদেশের বাইরে যত ছবিই আসছে তাতে ক্ষোভ ধরে রাখা যাচ্ছে না। আপনার রক্তও ফুটবে। একই সঙ্গে আমি এটাও বলব যে, এই বিষয়ে বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে কথা বলা কেন্দ্রীয় সরকারের দায়িত্ব। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এমন জঘন্য কাজ করছে। আমার মতে, কেন্দ্রের উচিত এই ইস্যুটি নিয়ে মুহাম্মদ ইউনূস সরকার যে ভাষায় বোঝে সেই ভাষায় কথা বলা।'
তবে বাংলাদেশের ঘটনা নিয়ে অভিষেক এবারই প্রথম নয়, এর আগেও পুরো বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন তিনি। হিন্দু সাধু ও বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ এর মুখ চিন্ময় কৃষ্ণদাসের গ্রেপ্তার এবং তার জামিনের আবেদন প্রত্যাখ্যান প্রসঙ্গে অভিষেক বলেছিলেন যে, বাংলাদেশে যা ঘটছে তা বিদেশী বিষয়। তাই এই বিষয়ে মন্তব্য করবেন না। দল হিসেবে তাদের অবস্থান খুবই স্পষ্ট- ভারত সরকারের যে কোনও পদক্ষেপকে তৃণমূল পূর্ণ সমর্থন করবে। তিনি আরও বলেন, বাংলাদেশে যে ঘটনা ঘটছে তা অত্যন্ত দুঃখজনক।