- Home
- West Bengal
- West Bengal News
- Weather Update: আগামী সপ্তাহে কি কমবে শীত? এক ক্লিকে জেনে নিন ঠান্ডা আর কতদিনের
Weather Update: আগামী সপ্তাহে কি কমবে শীত? এক ক্লিকে জেনে নিন ঠান্ডা আর কতদিনের
গত ১৩ বছরের রেকর্ড ভেঙে পশ্চিমবঙ্গে জাঁকিয়ে বসেছে শীত। জানা গিয়েছে, উত্তুরে হাওয়ার দাপটে আগামী সাত দিন রাজ্যজুড়ে এই ঠান্ডা বজায় থাকবে। ভোরের দিকে দক্ষিণের জেলাগুলিতে কুয়াশার দাপট দেখা গেলেও, আপাতত তাপমাত্রার বিশেষ কোনও হেরফের হওয়ার সম্ভাবনা নেই।

ভরা পৌষে জমে উঠেছে শীত। গত কয়েকদিনে উত্তর থেকে দক্ষিণের জেলাগুলোতে এমন হাড় কাঁপানো ঠান্ডা এমন পড়েছে যা গত ১৩ বছরে পড়েনি। প্রশ্ন উঠছে কতদিন এমন শীতকালীন আবহাওয়া কতদিন? সদ্য প্রকাশ্যে এল নয়া তথ্য। এবার জানা গেল ঠিক কতদিন চলবে ঠান্ডা।
জানা গিয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের ওপর যে নিম্নচাপ তৈরি হয়েছিল সেটি বৃহস্পতিবারই ঘনীভূত হবে। ঘন্টায় ১০ কিমি বেগে তা এগিয়েছে উত্তর পশ্চিম দিকে। গতকাল অর্থাৎ শুক্রবার সন্ধ্যার মধ্যে গভীর নিম্নচাপটি শ্রীলঙ্কার উপকূল দিকে স্থলভাগে প্রবেশ করেছে।
এর প্রভাব পশ্চিমবঙ্গের আবহাওয়ার ওপর পড়ছে না। রাজ্যের উত্তুরে হাওয়া অবাধে প্রবেশ করবে। সর্বত্রই শুকনো আবহাওয়া থাকবে। আলিপুর আবহাওয়া দফতর বলছে, আগামী সাত দিন গোটা রাজ্যেই সর্বনিম্ন তাপমাত্রা হেরফের হওয়ার সম্ভানা নেই। আগামী শুক্রবার পর্যন্ত কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
তাপমাত্রা ৭ থেকে ৯ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। এসবের মাঝেই কুয়াশা থেকে এখনই রেহাই নেই দক্ষিণের জেলাগুলোতে। কুয়াশার দাপট এতটাই বেশি থাকবে যে ভোরের দিকে দৃশ্যমানতা নামতে পারে ৯৯৯ থেকে ২০০ মিটারে। এখনই এই নিয়ে কোথাও সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি।
দার্জিলিং-র রাতের তাপমাত্রা থাকবে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস। জলপাইগুড়িতে ৭ থেকে ৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই জাঁকিয়ে থাকবে ঠান্ডা। আপাতত আরও কদিন ঠান্ডার আমেজ ভোগ করতে পারবেন সকলে।

