'নারী দিবসের ৫০ বছরে—দিদি সবার ঘরে ঘরে' এই স্লোগানকে সামনে রেখে হুগলি শ্রীরামপুর সাংগঠনিক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক বিশেষ পদযাত্রার আয়োজন করা হয়।
আজ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজ্যব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। হুগলিতে বেরিয়েছিল তৃণমূল কংগ্রেসের মহিলা সদস্যদের মিছিল। সেখানেই নতুন স্লোগান ওঠে। 'নারী দিবসের ৫০ বছরে—দিদি সবার ঘরে ঘরে' এই স্লোগানকে সামনে রেখে হুগলি শ্রীরামপুর সাংগঠনিক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক বিশেষ পদযাত্রার আয়োজন করা হয়।
চুঁচুড়ার পিপুলপাতি থেকে চুঁচুড়া ঘড়ির মোড় পর্যন্ত অনুষ্ঠিত এই বিশাল পদযাত্রায় কয়েকশো তৃণমূল মহিলা কর্মী অংশগ্রহণ করেন। শঙ্খধ্বনির মধ্য দিয়ে এবং হাতে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের প্রতীক চিহ্ন তুলে ধরে তারা নারী ক্ষমতায়নের বার্তা দেন।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হুগলি শ্রীরামপুর সাংগঠনিক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শিল্পী চ্যাটার্জি ও চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। বক্তব্য রাখতে গিয়ে শিল্পী চ্যাটার্জি বলেন, 'বিরোধীরা রাজ্য সরকারের নারী নিরাপত্তা সংক্রান্ত ভূমিকা নিয়ে অপপ্রচার চালাচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা। আরজি করে মামলাগুলি সিবিআই হাতে নেওয়ার পরও কোনো অগ্রগতি হয়নি, কিন্তু হুগলির গুড়াপের ঘটনায় রাজ্য সরকার ফাস্ট ট্র্যাক আদালতের মাধ্যমে অভিযুক্তকে দ্রুত শাস্তি দিয়েছে। এটি প্রমাণ করে যে, আমাদের সরকার নারীদের নিরাপত্তা ও ন্যায়বিচার দিতে প্রতিশ্রুতিবদ্ধ।'
এই পদযাত্রার মধ্য দিয়ে মহিলারা শুধু নারী দিবস উদযাপনই করেননি, বরং রাজ্যের উন্নয়নমূলক প্রকল্পের প্রচার ও নারীর অধিকার প্রতিষ্ঠার বার্তাও দিয়েছেন। আগামী বছর বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনের কথ মথায় রেখেই এখন থেকে প্রস্তুতি শুরু করেছে রাজ্যের শাসক দল। সেই মত কর্মসূচিও গ্রহণ করেছে তৃণমূল কংগ্রেস। নারী দিবস থেকে শুরু করে দলীয় যে কোনও কর্মসূচিতেই ভোটের প্রচ্ছন্ন ছায়া দেখা যাচ্ছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


