Investment : সম্পদে ধনী! অর্থে টানাটানি? বিরাট বিপদে প্রবীণ নাগরিক

Share this Video

Investment : সারা জীবনের মূলধন জড়ো করে স্বপ্নের বাড়ি কিনছেন। খোলামেলা যায়গায় টাটকা বাতাসের খোঁজে শেষ করে ফেলছেন জীবনের সমস্ত জমা-পুঁজি। শেষ পর্যন্ত আর্থিক টানাটানিতেই জীবন কাটাতে বাধ্য হচ্ছেন সিনিয়র সিটিজেনরা। এমনই রিপোর্ট RBI-এর। অনেকে চাকরি করাকালীন লোন করে একের পর এক স্থাবর সম্পত্তি কেনেন। বিরাট অঙ্কের EMI এবং সুদের বোঝা মাথায় চাপিয়ে শেষ পর্যন্ত ভাবেন অনেক লাভ করছেন। কিন্তু তাঁরা এটা ভাবেন না, হঠাৎ অসুস্থতা বা পারিবারিক কোনও প্রয়োজনে ফ্ল্যাট, বাড়ি বা জমি বিক্রি করা সম্ভব নয়। তাতে লাভের লোকসান হওয়ার সম্ভাবনা প্রবল এবং অহরহ হয়ে থাকে। হাতে টাকা থাকা ভীষণ গুরুত্বপূর্ণ। তাই সম্পদের সঠিক বিনিয়োগ এবং বিভাজন একান্ত প্রয়োজন। না হলে ঋণ করেই জীবন কাটবে। আজকের বিনিয়োগে বসতে লক্ষ্মী-র পর্বে আমরা এ বিষয়ে আলোচনা করেছি। কীভাবে এই বিনিয়োগ করবেন, কোথায় কোন খাতে, জেনে নিন।

Related Video