- Home
- West Bengal
- West Bengal News
- Holiday: টানা তিন দিন বন্ধ থাকবে সরকারি-বেসরকারি স্কুলগুলো! ফের ছুটি জারি হল এই রাজ্যে, জেনে নিন কেন
Holiday: টানা তিন দিন বন্ধ থাকবে সরকারি-বেসরকারি স্কুলগুলো! ফের ছুটি জারি হল এই রাজ্যে, জেনে নিন কেন
মহরম উপলক্ষে আগামী সপ্তাহে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। স্কুল, কলেজ, ব্যাঙ্ক, বাজার, স্টক এক্সচেঞ্জ সহ বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ থাকবে। চাঁদ দেখার উপর নির্ভর করে ৬ বা ৭ জুলাই ছুটি পালিত হবে।

ফের ছুটি ঘোষণা হল এই রাজ্যে। বন্ধ থাকতে পারে স্কুল, কলেজ, ব্যাঙ্ক, বাজার ও স্টক এক্সচেঞ্জও।
জানা যাচ্ছে, সামনের সপ্তাহে থাকবে সরকারি ছুটি। শুধু বাংলায় নয়, সারা দেশের বিভিন্ন রাজ্যে জারি থাকবে এই ছুটি।
৭ তারিখ সোমবার বন্ধ থাকতে পারে স্কুল, ব্যাঙ্ক, ডাকঘর, সরকারি অফিস এবং বেশ কিছু বেসরকারি অফিস।
এদিকে ৫ তারিখ শনিবার। এই শনিবার অধিকাংশ জায়গায় থাকে ছুটি। তারপর রবিবার ও ৭ তারিখ সোমবার। ফলে টানা তিনদিন মিলবে ছুটি।
ইসলামিক নববর্ষের সূচনাকারী এই পার্বণ মহরম ভারতে চাঁদ দেখার ওপর নির্ভর করে ৬ বা ৭ তারিখ পালিত হবে।
বর্তমানে আনুষ্ঠানিক ভাবে ৬ জুলাই ছুটি হলেও চাঁদ দেখা না গেলে তা ৭ জুলাই পালিত হবে। আর এই উপলক্ষ্যে থাকবে ছুটি।
মহরম ইসলামের চারটি পবিত্র মাসের মধ্যে একটি এবং ভারতে এটি সরকার ছুটি হিসেবে পালিত হয়। ছুটির চূড়ান্ত দিন চাঁদ দেখার ওপর নির্ভর করে।
এই দিন ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এবং বম্বে স্টক এক্সচেঞ্জ-ও বন্ধ থাকবে। এর মধ্যে আছে ইক্যুইটি, ইক্যুইটি ডেরিভেটিভস, এসএলবি, কারেন্সি ডেরিভেটিভস এবং সুদের হার ডেরিভেটিভস।
মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া লিমিটেড সকালের সময়ও লেনদেন স্থগিত রাখবে।
সব মিলিয়ে টানা তিন দিন মিলতে পারে ছুটি। স্কুল, ব্যাঙ্ক, ডাকঘর, সরকারি অফিস এবং বেশ কিছু বেসরকারি অফিস বন্ধ থাকবে।

