
ITC শেয়ারে বিরাট পতন! তবে বছরের শুরুতে বাজার চাঙ্গা, দেখুন বিনিয়োগে বসতে লক্ষ্মী পর্ব- ৩৬
mutual fund: কথায় আছে সকাল দেখলে বোঝা যায় দিন কেমন যাবে। প্রথম ২ দিনের ট্রেডিংয়ে বিনিয়োগকারীদের মুখে হাসি ফুটেছে। তবে শেয়ার বাজার বা মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে এই প্রবাদটি খাটে না। কারণ অনেক দিনই শুরুতেই বাজারে ভালো গতি থাকলেও দিনের শেষে ফের একবার লাল হয়ে গিয়েছে এমন ঘটনার কোনও অভাব নেই। এর মধ্যেই ITC-র শেয়ারে বিরাট পতন দেখা গিয়েছে। কেন এই পতন? এর প্রভাব কতটা পড়তে পারে? সব নিয়ে নতুন বছরে বিনিয়োগে বসতে লক্ষ্মী-র প্রথম পর্ব দেখুন।