যাদপুর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ কিছু না করলে কেন ক্ষমা চাইলেন অভিযুক্ত উঠছে প্রশ্ন

যাদবপু বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগের ঘটনায় একের পর এক দাবি করে চলেছেন অভিযুক্ত। কখনও তিনি দাবি করছেন বিষয়টা যৌথ সম্মতিতে হয়েছে। কিন্তু, ভাইরাল হওয়া ভিডিও ঘিরে প্রশ্ন সম্মতি থাকলে ক্ষমা কেন চাইলেন অভিযুক্ত।

Share this Video

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফেস্টে তাঁর সঙ্গে যে ঘটনা ঘটেছে তার আতঙ্কও এখনও যেন গ্রাস করে রেখেছে নির্যাতিতাকে। এশিয়ানেট নিউজ বাংলাকে দেওয়া টেলিফোনিক সাক্ষাৎকারে নির্যাতিতা সাফ জানিয়েছেন, দীর্ঘদিনের পরিচিত মানুষটা যে এমন একটা ঘটনা ঘটাতে পারে তা মেনেই নিতে পারছেন না। সেই সঙ্গে তিনি সাফ জানিয়েছেন, এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তির সঙ্গে তাঁর যে সম্পর্ক ছিল তা অত্যন্ত একটা সাধারণ সম্পর্ক। ফলে, অভিযুক্ত যেভাবে বলছেন যে ধর্ষণের চেষ্টা নয় ওটা ছিল একটা যৌথ সম্মতি তা কোনওভাবেই মানতে রাজি নন নির্যাতিতা। তিনি সাফ জানিয়েছেন, কোনওভাবেই তাঁর সম্মতি ছিল না। তিনি এতটাই ঘটনার আকস্মিকতায় এতটাই বিহ্বল হয়ে পড়েছিলেন যে বুঝে উঠতে পারছিলেন না কী করবেন। তাও মানসিকভাবে শক্তি সঞ্চয় করে তিনি অভিযুক্তকে ঠেলে সরিয়ে দেন। কী কারণে তিনি পুলিশের কাছে না গিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও অভিযুক্তর অফিসের সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছেন তাও খোলসা করেছেন নির্যাতিতা।

Related Video