Jadavpur University News Today: বামেদের প্রতিবাদে উত্তাল যাদবপুর, ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে তীব্র বিক্ষোভ!

যাদবপুর ইস্যুতে এবার সরাসরি পথে বামেরা। রবিবার বিকেলে সুকান্ত সেতুর মোড় থেকে যাদবপুর থানার পর্যন্ত মিছিল চলে। গোটা মিছিলে হুইল চেয়ারে উপস্থিত ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের SFI কর্মী অভিনব বসু।

Share this Video

যাদবপুর ইস্যুতে এবার সরাসরি পথে বামেরা। রবিবার বিকেলে সুকান্ত সেতুর মোড় থেকে যাদবপুর থানার পর্যন্ত মিছিল চলে। গোটা মিছিলে হুইল চেয়ারে উপস্থিত ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের SFI কর্মী অভিনব বসু। এর পাশাপাশি উপস্থিত ছিলেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম সহ অনেকে।

Related Video