
নাম বলতেই...পর পর ৯ টি গুলি! জগদ্দলে বেঘোরে প্রাণ গেল তৃণমূলকর্মীর
জগদ্দলে তৃণমূল কর্মীকে এলোপাথাড়ি গুলি করে খুন! মৃত যুবকের নাম ভিকি যাদব। জগদ্দল থানার ভাটপাড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের ঘটনা। ৩ জন আততায়ী ঘিরে ধরে গুলি করে তৃণমূল কর্মীকে। শরীরে মোট ৯টি গুলি লেগেছে, দাবি আত্মীয়দের।
জগদ্দলে তৃণমূল কর্মীকে এলোপাথাড়ি গুলি করে খুন! মৃত যুবকের নাম ভিকি যাদব। জগদ্দল থানার ভাটপাড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের ঘটনা। ৩ জন আততায়ী ঘিরে ধরে গুলি করে তৃণমূল কর্মীকে। শরীরে মোট ৯টি গুলি লেগেছে, দাবি আত্মীয়দের। সন্ধ্যাবেলায় এমন ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায়। কি কারণে খুন, তদন্ত শুরু করেছে পুলিশ।