Jalpaiguri : দিনেদুপুরে নদী লুট! বেপরোয়া বালি মাফিয়া, নদী যেন ব্যক্তিগত সম্পত্তি, নীরব প্রশাসন

Jalpaiguri : জলপাইগুড়িতে দিনেদুপুরে বালি চুরি! মাল ও ক্রান্তি ব্লকে বেপরোয়া মাফিয়া রাজ। প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন, সরব বিজেপি ও স্থানীয়রা।

Share this Video

Jalpaiguri : জলপাইগুড়িতে বালি মাফিয়াদের দাপট ও প্রশাসনের ভূমিকা। জলপাইগুড়ির মাল ও ক্রান্তি ব্লকে বালি মাফিয়াদের দৌরাত্ম্য চরমে। ধরলা, নেওরা ও চেল নদী থেকে দিনের আলোতেই চলছে দেদার বালি লুট। সাংবাদিকের ক্যামেরা দেখলেই আসছে হুমকি! প্রশাসনের নাকের ডগাতেই এই কারবার চললেও নীরব পুলিশ। খোদ পঞ্চায়েত প্রধানের অভিযোগ, প্রশাসনের মদতেই চলছে এই চুরি। দেখুন আমাদের গোপন ক্যামেরায় ধরা পড়া এক্সক্লুসিভ ফুটেজ।

Related Video