সংক্ষিপ্ত
এ যেন এক অন্য অকালবোধন! আর মাত্র কয়েকটা মিনিট, দলে দলে রাত দখল করতে তৈরি হাজার হাজার দুর্গারা
এ যেন এক অন্য রাত। একেবারে অন্য একটা স্বাধীনতার রাত দেখবে গোটা রাজ্য তথা দেশ। সমস্ত বাঁধন ভেঙে রাস্তায় রাস্তায় নেমে পড়বে মেয়েরা। দলে দলে করবে জমায়েত। রাত দখল করবে বাড়ির নারীরা। যে রাত নিয়ে এত উৎকণ্ঠা এত ভয়, এত দুশ্চিন্তা সেই রাত দখল করতে রাস্তায় এসে দাঁড়াবে নারীরা। এ যেন এক অন্য অকালবোধন।
আর বাকি মাত্র কয়েকটা ঘণ্টা। তারপরেই শুরু হয়ে যাবে মেয়েদের রাত দখলের পর্ব। বিপুল জনস্রোত দেখা দেবে রাস্তায় রাস্তায়। শহরের কোণায় কোণায়। মেয়েদের সঙ্গে থাকবেন পুরুষেরাও। তাঁরাও সামিল হবেন এই বিশেষ অভিযানে।
আরজিকর কাণ্ডের প্রতিবাদের দাবিতে রাতে রাস্তায় বেরিয়ে পড়ার একটা ডাক দিয়োছিলেন প্রেসিডেন্সি প্রাক্তনী রিমঝিম। সেই ডাকেই সাড়া দিয়েছিলেন দলে দলে মেয়েরা। সমাজ মাধ্যমে ছেয়ে যায় পোস্ট। সবাই সামিল হতে চান। প্রথমে শুধু ছিল যাদবপুর এইট বি এর রাস্তায় ধীরে ধীরে বাড়তে থাকে জমায়েতের সংখ্যা। তারপর শহর ছেড়ে সাড়া দিতে থাকেন জেলার মেয়েরাও। রাত দখলের অভিযানে বেড়াতে চান বিভিন্ন জেলার নারীরা। এ যেন এক অন্য প্রতিবাদ। অন্য আন্দোলন। এতে নেই কোনও রং, রাজনীতি, চিৎকার, যুদ্ধ শুধু আছে স্বাধীনতা পাওয়ার এক বিপুল ইচ্ছা প্রয়াস। আগামীকাল স্বাধীনতা দিবস। তার আগেই নিজেদের প্রতিবন্ধকতা , ভয় জয় করতে চলেছেন বাংলার মেয়েরা। এই ডাকে সাড়া দিয়েছেন দেশ পেরিয়ে বিদেশের মেয়েরাও। এর আগে কখনও গভীর রাতে এভাবে মোমবাতি নিয়ে বেড়াননি মা দুর্গারা।
প্রতিবছরই অসুর বধ করতে আসেন মা দুর্গা! এবার পুজোর আগেই অসুর বধে নামতে চলেছে হাজার হাজার দুর্গারা!