সংক্ষিপ্ত

উত্তর ২৪ পরগনার শহীদ শিক্ষক বরুণ বিশ্বাসের খুনের পেছনে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ভূমিকা রয়েছে বলে দাবি করলেন বরুণ বিশ্বাসের বাবা। পাশাপাশি মন্ত্রীর ফাঁসির দাবিও জানিয়েছেন প্রয়াত বরুণ বিশ্বাসের বাবা জগদীশ বিশ্বাস।

রেশন দুর্নীতি মামলায় গত বৃহস্পতিবার গ্রেফতার হয়েছেন রাজ্যের বনমন্ত্রী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁর গ্রেফতারির পর থেকেই উঠে আসছে একাধিক বিতর্ক। কখনও তাঁর 'বিপুল' সম্পত্তির উৎসকে কেন্দ্র করে, আবার কখনও প্রশ্নের মুখে তাঁর শান্তিনিকেতনের বাড়ি। তবে এবার সম্পত্তি সংক্রান্ত বিতর্ক ছাপিয়ে আরও বড় অভিযোগে নাম জড়াল বালুর। উত্তর ২৪ পরগনার শহীদ শিক্ষক বরুণ বিশ্বাসের খুনের পেছনে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ভূমিকা রয়েছে বলে দাবি করলেন বরুণ বিশ্বাসের বাবা। পাশাপাশি মন্ত্রীর ফাঁসির দাবিও জানিয়েছেন প্রয়াত বরুণ বিশ্বাসের বাবা জগদীশ বিশ্বাস।

কী বলেছেন জগদীশ বিশ্বাস?

জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারির পর থেকেই উঠে আসছে একের পর বিতর্ক। এবার সাত বছর আগের ঘটনায় নাম জড়ালো রাজ্যের মন্ত্রীর। ২৪ পরগনার প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসের খুনের নেপথ্যে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের হাত আছে বলে দাবি করলেন বরুণ বিশ্বাসের বাবা। তিনি বলেছেন,'জ্যোতিপ্রিয় মল্লিকই আমার ছেলেকে খুন করিয়েছে। ওর ফাঁসি চাই। আমার বড় মেয়ে এই কথা বলায় ওর বিরুদ্ধে মানহানির মামলা করেছে। জ্যোতিপ্রিয়র নির্দেশেই গোবরডাঙা, ঠাকুরনগর, সুটিয়া এলাকার দুষ্কৃতীরা যৌথভাবে বরুণকে মেরেছে। আমি আর বেশিদিন বাঁচব না। আমার শেষ ইচ্ছে ওর যেন ফাঁসি হয়। ' পাশাপাশি বরুণ বিশ্বাসের হত্যা মামলার তদন্তভার সিবিআইকে দেওয়ারও দাবি জানিয়েছেন তিনি।

ঠিক কী ঘটেছিল?

সালটা ২০১২, ৫ জুলাই স্কুল থেকে বাড়ি ফেরার পথে গোবরডাঙা স্টেশনে খুন হয়েছিলেন সুটিয়ার প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাস। সুটিয়া গণধর্ষণকাণ্ডে নির্যাতিতা মহিলাদের সংগঠিত করে ঘটনার তীব্র প্রতিবাদ করেছিলেন তিনি। এই ঘটনার জেরেই নির্মমভাবে খুন হতে হয়েছিল বরুণ বিশ্বাসকে। গোবরডাঙা স্টেশনের টিকিট কাউন্টারের সামনে তাঁকে গুলি করে খুন করে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা।

আরও খবর পেতে চোখ রাখুন আমাদের হোয়াটস অ্যাপ চ্যানেলে: https://whatsapp.com/channel/0029Va9a73wK0IBjbT91jj2D