কারা এরা? SIR ফর্ম ফিলাপের সময় নিচ্ছিল OTP, জানাজানি হতে ছুটে আসল পুলিশ!

SIR Form Fill Up : উত্তর ২৪ পরগনার বারাসাতে SIR ফর্ম ফিলাপ ঘিরে চাঞ্চল্য। ওটিপি চাওয়ায় সন্দেহ তৈরি হলে স্থানীয়রা ৮ জনকে আটক করে পুলিশে হাতে তুলে দেয় করে। ‘লোকবন্ধু পার্টি’ পরিচয়ে ফর্ম ফিলাপের ঘটনায় শুরু হয়েছে পুলিশি তদন্ত

Share this Video

SIR Form Fill Up : উত্তর ২৪ পরগনার বারাসাত থানার কদম্বগাছি স্টেশন সংলগ্ন এলাকায় SIR ফর্ম ফিলাপকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ব্যানার টাঙিয়ে কয়েকজন যুবক মোবাইল নম্বর নিয়ে ওটিপি ব্যবহার করে ফর্ম ফিলাপ করাচ্ছিলেন। ধোপদূরস্ত পোশাক, গলায় আই-কার্ড, হাতে ল্যাপটপ—সব মিলিয়ে নিজেদের দিল্লি থেকে আসা “লোকবন্ধু পার্টির” সদস্য বলে দাবি করেন তারা।

কিন্তু SIR ফর্ম ফিলাপে কেন ওটিপি প্রয়োজন এবং BLO বা BLA নয়, অচেনা ব্যক্তিরা কেন এই কাজ করছেন—তা নিয়ে সন্দেহে ফেটে পড়ে স্থানীয়রা। পরে তাদের আটকে রেখে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটজনকে আটক করে থানায় নিয়ে যায়। পুরো ঘটনার উদ্দেশ্য জানতে তদন্ত শুরু করেছে বারাসাত থানার পুলিশ।

Related Video