Kakdwip : বাংলাদেশের ছাত্রনেতা কাকদ্বীপের ভোটার! নিউটনের ভিডিও ঘিরে চাঞ্চল্য

Kakdwip Bangladeshi Voter : বাংলাদেশের কোটা আন্দোলনের পরিচিত ছাত্রনেতা নিউটন দাস এখন কাকদ্বীপের ভোটার এই তথ্য প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বিরোধীদের অভিযোগ, ২০১৪ সালে চোরাপথে ভারতে প্রবেশ করে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে এসে আশ্রয় নেন

Share this Video

Kakdwip Bangladeshi Voter : বাংলাদেশের কোটা আন্দোলনের পরিচিত ছাত্রনেতা নিউটন দাস এখন কাকদ্বীপের ভোটার—এই তথ্য প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বিরোধীদের অভিযোগ, ২০১৪ সালে চোরাপথে ভারতে প্রবেশ করে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে এসে তৃণমূলের ছত্রছায়ায় আশ্রয় নেন নিউটন। ধাপে ধাপে আধার কার্ড, রেশন কার্ড, এমনকি ভোটার কার্ডও তৈরি করে ফেলেন তিনি। এক ভাইরাল ভিডিওতে নিউটন নিজেই স্বীকার করেছেন, কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরার সহযোগিতায় তিনি ভোটার তালিকায় নাম তুলেছেন। রাজনৈতিক অনুষ্ঠান, জন্মদিন, এমনকি বিধায়কের সঙ্গেও একাধিকবার দেখা গেছে তাঁকে। অথচ এই নিউটনই বাংলাদেশে হাসিনা বিরোধী ও ভারত বিরোধী আন্দোলনের পুরোভাগে ছিলেন বলে অভিযোগ। বর্তমানে তাঁর পরিবার কাকদ্বীপে বসবাস করছে বলেও জানা গেছে।

বিজেপি-সহ বিরোধীদের অভিযোগ, প্রশাসনের নাকের ডগায় বসে একজন বাংলাদেশি নাগরিক কীভাবে ভারতীয় পরিচয় পেয়েছেন, তার পূর্ণ তদন্ত হোক। অনেকের প্রশ্ন, প্রশাসন কি ইচ্ছাকৃতভাবে চুপ? না কি রাজনৈতিক আশ্রয়ে সবকিছু হচ্ছে? এখন গোটা ঘটনার নিরপেক্ষ তদন্ত ও নিউটনকে দ্রুত গ্রেফতারের দাবি তুলছে বিভিন্ন মহল।

Related Video