
মালদা : ৮ টি কালী প্রতিমাকে কাঁধে তুলে ছোটেন গ্রামবাসীরা, 'কালী দৌড়' দেখেছেন!
ঘাড়ে কালী তুলে দে দৌড়! মালদার শতাব্দী প্রাচীন 'কালী দৌড়'। ৮ টি কালী প্রতিমাকে কাঁধে তুলে ছোটেন গ্রামবাসীরা। এমন প্রাচীন রীতি দেখলে আপনিও চমকে উঠবেন। মালদার চাঁচলের এই 'কালী দৌড়' প্রায় ৩৫০ বছরের পুরনো।
ঘাড়ে কালী তুলে দে দৌড়! মালদার শতাব্দী প্রাচীন 'কালী দৌড়'। ৮ টি কালী প্রতিমাকে কাঁধে তুলে ছোটেন গ্রামবাসীরা। এমন প্রাচীন রীতি দেখলে আপনিও চমকে উঠবেন। মালদার চাঁচলের এই 'কালী দৌড়' প্রায় ৩৫০ বছরের পুরনো। তৎকালীন চাঁচলের রাজা শরৎচন্দ্র রায় চৌধুরী এই 'কালী দৌড়' চালু করেছিলেন। এদিন মালদার মালতিপুরে আয়োজিত হল ঐতিহ্যবাহী 'কালী দৌড়' প্রতিযোগিতা। দূর-দূরান্ত থেকে দর্শনার্থীরা এসে উপভোগ করলেন এই 'কালী দৌড়'