কালী পুজো ২০২৩ : নৈহাটির 'বড়মা'র পুজোয় দণ্ডী কাটলেই পূরণ হয় মনস্কামনা

আজ বাংলা জুড়ে শক্তির আরাধনায় মেতেছে রাজ্যবাসি। অমাবস্যা তিথিতে চলছে মা কালীর পুজো। উত্তর ২৪ পরগনার নৈহাটির বড় কালীর পুজোর খ্যাতি ছড়িয়েছে রাজ্যজুড়ে। নৈহাটির বড় কালী 'বড়মা' নামেই পরিচিত। এদিন বড়মার পুজোতেই উপচে পড়লো ভিড়।

Share this Video

আজ বাংলা জুড়ে শক্তির আরাধনায় মেতেছে রাজ্যবাসি। অমাবস্যা তিথিতে চলছে মা কালীর পুজো। উত্তর ২৪ পরগনার নৈহাটির বড় কালীর পুজোর খ্যাতি ছড়িয়েছে রাজ্যজুড়ে। নৈহাটির বড় কালী 'বড়মা' নামেই পরিচিত। এদিন বড়মার পুজোতেই উপচে পড়লো ভিড়। মনের ইচ্ছা পূরণে রাজ্যের বিভিন্ন জেলা থেকে ভক্তসমাগম। বড়মার পুজো এবার ১০০ বছরে পদার্পণ করল। এ বছর মায়ের নিজস্ব মন্দির ও কষ্টিপাথরের মূর্তি হয়েছে। বড়মাকে মনের ইচ্ছা জানাতে ভক্তরা কাটেন এখানে দণ্ডী।

Related Video