দিলীপ ঘোষের উদ্বোধনের আগেই পূজো মন্ডপে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ

আর এক দিন পরেই কালীপুজো, তার আগেই ঘটল অঘটন। তার আগেই কিছু দুষ্কৃতি কৃষ্ণগঞ্জ বাজারে গঞ্জস্টার ক্লাবের কালীপুজোর মন্ডপে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ।

Biman Mondal | Updated : Nov 11 2023, 12:40 AM
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

আর এক দিন পরেই কালীপুজো, তার আগেই ঘটল অঘটন। কেউ বা কারা বৃহস্পতিবার রাতে প্যান্ডেলে আগুন ধরিয়ে দেয়। শহিদ মাতঙ্গিনী ব্লকের কৃষ্ণগঞ্জ বাজারে গঞ্জস্টার ক্লাবের কালীপুজোর মন্ডপে ঘটে দুর্ঘটনা। সেই মন্ডপ শনিবার উদ্বোধন করার কথা বিজেপির সাংসদ দিলীপ ঘোষের। তার আগেই কিছু দুষ্কৃতি মন্ডপে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ।

Related Video