- Home
- West Bengal
- West Bengal News
- আগামী বছর কালীপুজোতে ৪ দিন ছুটি পাকা সরকারি কর্মীদের, মমতা সরকার চাইলে বাড়তে পারে মেয়াদ
আগামী বছর কালীপুজোতে ৪ দিন ছুটি পাকা সরকারি কর্মীদের, মমতা সরকার চাইলে বাড়তে পারে মেয়াদ
- FB
- TW
- Linkdin
কালীপুজো
ক্যালেন্ডার অনুযায়ী আগামী বছর ২০২৫ সালে কালীপুজো পড়েছে ২০ অক্টোবর। দিনটি সোমবার।
আগেই ২ দিন ছুটি
তাই আগেই অর্থাৎ শনি ও রবিবার রাজ্য সরকরী কর্মীদের ছুটি থাকে। তই তিন দিন ছুটি পাওনা.
কালীপুজোর ছুটি
কিন্তু গত কয়েক বছর ধরেই রাজ্য সরকার সরকারি কর্মীদের কালীপুজোয় পরপর দুই দিন ছুটি দিচ্ছে। সেই অর্থে আগামী বছর রাজ্য সরকারী কর্মীরা টানা ৪ দিন ছুটি পেতেই পরেন।
ছুটি বাড়তে পারে
আগামী বছর এই চার দিনের ছুটি রাজ্য সরকারের দাক্ষিণ্যে আরও বাড়তে পারে। ভাইফোঁটার ছুটি আগে দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।
ভাইফোঁটার ছুটি
ক্যলেন্ডার অনুযায়ী আগামী বছর ভাইফোঁটা পড়েছে ২০ অক্টোবর। তাই ভাইফোঁটার অতিরিক্ত ছুটি পরে না দিয়ে আগে দিলেই টানা ৬ দিন ছুটি পেতে পারেন রাজ্য সরকারি কর্মীরা।
চলতি নভেম্বরে লম্বা ছুটি
এ বার নভেম্বর মাসটা ছুটিরই মাস সরকারি কর্মচারীদের জন্য। ৩১ অক্টোবর কালীপুজো হলেও পরের দিন ১ নভেম্বর ছুটি রয়েছে। এর পরে ভাইফোঁটার ছুটিও দু’দিনের। গোটা মাসে শনি, রবি মিলিয়ে ৩০ দিনের মধ্যে ১৪ দিনই ছুটি।
এবার ভাইফোঁটাতে অতিরিক্ত ছুটি
এবার ভাইফোঁটা পড়েছে রবিবার। তাই মমতা বন্দ্যোপাধ্য়ায় সোমবার ভাইফোঁটার অতিরিক্ত ছুটি দিয়েছেন।
এবার কালীপুজোয় ছুটি
এবার কালীপুজোয় পাঁচ দিন ছুটি।
বৃহস্পতি থেকে সোমবার
কালীপুজো বৃহস্পতিবার। আজ থেকেই ছুটি পাচ্ছেন সরকারি কর্মীরা। ভাইফোঁটার অতিরিক্ত ছুটির জন্য সোমবার পর্যন্ত ছুটি পাচ্ছেন সরকারি কর্মীরা।