
Kaliganj By Poll : উপনির্বাচনেও উত্তেজনা! বিজেপির পোলিং এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ
Kaliganj By Poll : কালিগঞ্জ বিধানসভার উপনির্বাচনে উত্তেজনা ছড়াল মীরা ২ পঞ্চায়েত এলাকার মীরা শচীন্দ্রনাথ স্মৃতি মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের ৭৪ নম্বর বুথে। অভিযোগ, ওই বুথের বিজেপি এজেন্ট রাকেশ ঘোষ কালিগঞ্জের ভোটার হলেও ওই নির্দিষ্ট বুথের ভোটার নন
Kaliganj By Poll : কালিগঞ্জ বিধানসভার উপনির্বাচনে উত্তেজনা ছড়াল মীরা ২ পঞ্চায়েত এলাকার মীরা শচীন্দ্রনাথ স্মৃতি মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের ৭৪ নম্বর বুথে। অভিযোগ, ওই বুথের বিজেপি এজেন্ট রাকেশ ঘোষ কালিগঞ্জের ভোটার হলেও ওই নির্দিষ্ট বুথের ভোটার নন—এই অভিযোগ তুলে বিরোধী দলের এজেন্টরা তাঁকে বসতে বাধা দেন। ঘটনাস্থলে থাকা প্রিসাইডিং অফিসার বিরোধী পক্ষের দাবিকে মেনে নিয়ে প্রাথমিকভাবে বিজেপি এজেন্টকে বুথ থেকে সরিয়ে দেন। যদিও পরে সংবাদমাধ্যমের প্রতিনিধিরা সেখানে পৌঁছলে তাঁকে ফের বসতে দেওয়া হয়।
প্রিসাইডিং অফিসারের বক্তব্য, তিনি বসতে দিতে চাইলেও বিরোধী দলের আপত্তির কারণে তা সম্ভব হয়নি। এই ঘটনাকে ঘিরে ভোটকেন্দ্রে সাময়িক চাঞ্চল্যের সৃষ্টি হয়। নির্বাচন কমিশন সূত্রে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।