Kaliganj Nadia : পাটক্ষেতে ড্রাম, বালতি, ব্যাগে লুকিয়ে রেখেছিল! সামান্য দূরেই তামান্নার বাড়ি

Kaliganj Nadia Update : নদিয়ার কালীগঞ্জের মোলান্দিতে নাবালিকা খুনের ঘটনার রেশ কাটতে না কাটতেই, এবার সেই অভিযুক্ত গাউল শেখের বাড়ির থেকে ঢিল ছোড়া দূরত্বে উদ্ধার হল তিনটি ড্রাম ও দুটি ব্যাগ ভর্তি সকেট বোমা!

Share this Video

Kaliganj Nadia Update : নদিয়ার কালীগঞ্জের মোলান্দিতে নাবালিকা খুনের ঘটনার রেশ কাটতে না কাটতেই, এবার সেই অভিযুক্ত গাউল শেখের বাড়ির থেকে ঢিল ছোড়া দূরত্বে উদ্ধার হল তিনটি ড্রাম ও দুটি ব্যাগ ভর্তি সকেট বোমা! স্থানীয় যুবকেরা ঘাস কাটতে গিয়ে প্রথম এই বোমাগুলি দেখতে পান। পুলিশ ও বম্ব স্কোয়াড এসে ঘিরে ফেলে এলাকা। এলাকাবাসীর অভিযোগ, ভোটের আগে অশান্তি ছড়াতেই এই বোমা মজুত করা হয়েছিল।

Related Video