- Home
- West Bengal
- West Bengal News
- ঘন মেঘে ঢাকল আকাশ, মুষলধারে বৃষ্টি, সঙ্গে পড়ছে শিল, কমলা-হলুদ সতর্কতা জারি হল রাজ্যে
ঘন মেঘে ঢাকল আকাশ, মুষলধারে বৃষ্টি, সঙ্গে পড়ছে শিল, কমলা-হলুদ সতর্কতা জারি হল রাজ্যে
রাজ্যে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি শুরু। কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় মুষলধারে বৃষ্টি। শিলাবৃষ্টির সাথে ৪০-৫০ কিমি বেগে হাওয়া বইবার সম্ভাবনা।

সকাল থেকে ঘন মেঘে ঢেকেছিল আকাশ। এবার শুরু হল বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি। সঙ্গে পড়ছে শিল, জারি কমলা-হলুদ সতর্কতা।
শীতের বিদায় বেলায় বৃষ্টির পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া দফতর। পূর্বাভাস অনুসারে বিভিন্ন জায়গায় শুরু হল বৃষ্টি।
কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনায় কোথাও কোথাও শুরু হয়ে গিয়েছে মুষলধারে বৃষ্টি। আবার কোথাও ১ থেকে ২ ঘন্টার মধ্যে শুরু হবে বৃষ্টি। এমন পূর্বাভাস দিল আবহাওয়া দফতর।
ইতিমধ্যে রাজ্যে জারি হয়েছে কমলা হলুদ সতর্কতা। সকাল থেকে বৃষ্টি হচ্ছে বাঁকুড়া বর্ধমান জেলায়। বৃষ্টির সঙ্গে ঝড় ও বজ্রপাতের আশঙ্কা।
রবিবার পর্যন্ত এই আবহাওয়া বজায় থাকবে বলে খবর। তার আগে আবহাওয়া বদলের কোনও সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গে দার্জিলিং-র উঁচু পার্বত্য এলাকায় হতে পারে হালকা তুষারপাত। এই তুষারপাতের সম্ভাবনা আগামী রবিবার পর্যন্ত।
বৃষ্টির সম্ভাবনা রবিবারও থাকবে। তেমনই হুগলি-বর্ধমান- পশ্চিম মেদিনীপুর সহ একাধিক এাকায় বৃষ্টির সঙ্গে শিল পড়েছে।
সূত্রের খবর, আজ ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে পুরুলিয়া, মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলিতে।
কলকাতা, পূর্ব, মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়া বইবে।
আগামী কালও হবে বৃষ্টি। সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা আছে প্রবল।