সংক্ষিপ্ত

রাতেই শহর ও শহরতলির অন্তত ৪২টি জায়গায় হবে জমায়েত। দেখে নিন কখন কোথায় হবে জমায়েত। রইল কয়টি জায়গার উল্লেখ।

আজ ফের রাত দখল। বুধবার সন্ধে সাতটায় পথে নামছে আমজনতা। ৫ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি। তার আগের রাতেই শহর ও শহরতলির অন্তত ৪২টি জায়গায় হবে জমায়েত। দেখে নিন কখন কোথায় হবে জমায়েত। রইল কয়টি জায়গার উল্লেখ।

রুবি মোড়

মেট্রো সিনেমা, ধর্মতলা।

হাজরা মোড়

শ্যামবাজার

কান্দি বিশ্রামতলা

রতনপল্লী, বোলপুর

নেতাজী নগর মোড়

বেহালা সখের বাজার মোড়

পর্ণশ্রী বেহালা বাস স্ট্যন্ড

রাণু ছায়ামঞ্চ, অ্যাকাডেমি

যাদপুর ৮ বি থেকে গাঙ্গুলি বাগান

গড়িয়াহাট মোড়

কুঁদঘাট বাস স্ট্যান্ড

সোনারপুর স্টেশন মোড়

নিউটাউন বাস স্ট্যান্ড

এয়ারপোর্ট ১ নং ট্যাক্সি স্ট্যান্ড

বাসন্তী কলোনি, উল্টোডাঙা

গার্ডেনরিচ, মেটিয়াবুরুজ

কল্যাণী, জেএনএম হাসপাতাল

মধ্যমগ্রাম চৌমাথা

বারাসত স্টেশন ১ থেকে কলোনি মোড়

গান্ধীমোড় কাঁচড়াপাড়া

মেদিনীপুর মেডিক্যাল কলেজ

কৃষ্ণনগর, পোস্ট অফিস মোড়

জোড়াঘাট স্ট্যান্ড চন্দননগর

দেবালয়, ছোটবাজার ট্রামডিপো

ধর্মতলা ওয়াই চ্যানেল

নেতাজী ও ফোয়ারা মোড় মালগা

মালদা মার্চেন্টস অফ চেম্বার অফ কমার্স

ফিডার রোড নব আপ্যায়ন

সোদপুর ট্রাফিক মোড়

কলেজ স্ক্যোয়ার

ভট্টনগর গোলবাড়ি বাসস্ট্যান্ড

সালকিয়া চৌরাস্তা

আন্দুল বাসস্ট্যান্ড

শ্রীরামপুর বটতলা

আরামবাগ নেতাজি স্কোয়্যার

জলপাইগুড়ি সমাজ পাড়া মোড়

হরিণঘাটা

আগরপাড়া

গড়ফা বাজারের সামনে

দমদম স্টেশন থেকে নাগের বাজার

বটতলা শ্রীরামপুর

বজবজ চৌরাস্তা

ক্যানিং হসপিটাল মোড়

গান্ধী মূর্তির পাদদেশ, শিলিগুড়ি

রহড়া বাজার মোড়

শিবতলা, ধান্যকুড়িয়া

পলতা এসবিআই ব্যাঙ্কের সামনে

নিউ ব্যারাকপুর মিনি বাসস্ট্যান্ড

বিশ্ব বাংলা গেট।

সিঁথির মোড়

বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতাল

ঘড়ির মোড়

নোয়াপাড়া থানা

উসুমপুর

করুণাময়ী মেট্রো স্টেশন

দানেশ শেষ লেন

লর্ডসের মোড়

বাঁকুড়া কলেজ মোড়

বিবেকানন্দ রোড ক্রসিং

এছাড়াও বিভিন্ন জায়গায় হবে জমায়েত। এরই সঙ্গে আজ ১ ঘন্টা আলো নিভিয়ে হবে প্রতিবাদ। রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত আলো নিভিয়ে প্রতিবাদ জানাবেন সকলে।