
Kolkata Law College : ফের চালু হল সাউথ ক্যালকাটা ল' কলেজ, বন্ধ গার্ডরুম ও ইউনিয়ন রুম
Kolkata Law College : আজ থেকে খুলল কসবার সাউথ ক্যালকাটা ল' কলেজে। গণধর্ষণ কাণ্ডের পর বন্ধ ছিল কলেজ। বুধবার হাইকোর্টের দ্বারস্থ হয় কলেজ কর্তৃপক্ষ। এরপরেই পুলিশি নিরাপত্তায় খুলল আইন কলেজ। কঠোর বিধি নিষেধ আরোপ করেছে কলেজ কর্তৃপক্ষ।
Kolkata Law College : আজ থেকে খুলল কসবার সাউথ ক্যালকাটা ল' কলেজে। গণধর্ষণ কাণ্ডের পর বন্ধ ছিল কলেজ। বুধবার হাইকোর্টের দ্বারস্থ হয় কলেজ কর্তৃপক্ষ। এরপরেই পুলিশি নিরাপত্তায় খুলল আইন কলেজ। কঠোর বিধি নিষেধ আরোপ করেছে কলেজ কর্তৃপক্ষ। আইডি কার্ড ছাড়া কলেজে প্রবেশে নিষেধাজ্ঞা। সকাল ৮ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত কলেজ খোলা। এরপর কেউ আর কলেজে থাকতে পারবে না। কলেজের গার্ডরুম ও ইউনিয়ন রুম আগের মতোই বন্ধ থাকবে। কড়া পুলিশি প্রহরা রয়েছে কলেজে।