- Home
- West Bengal
- West Bengal News
- এখন কেন গরমের ছুটি নয়? ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় স্কুল আবার বন্ধ হবে কিনা প্রশ্ন পড়ুয়াদের
এখন কেন গরমের ছুটি নয়? ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় স্কুল আবার বন্ধ হবে কিনা প্রশ্ন পড়ুয়াদের
Summer Vacation: দীর্ঘ গরমের ছুটির পর চলতি সপ্তাহ থেকে স্কুল খুলতে শুরু করেছে এই রাজ্যে। গরমের ছুটি শেষ হয়েছে অনেক স্কুলে। কোথাও কোথাও শেষ হওয়ার মুখে।

স্কুল খুলছে
দীর্ঘ গরমের ছুটির পর চলতি সপ্তাহ থেকে স্কুল খুলতে শুরু করেছে এই রাজ্যে। গরমের ছুটি শেষ হয়েছে অনেক স্কুলে। কোথাও কোথাও শেষ হওয়ার মুখে।
আবহাওয়ার পারদ চড়ছে
কিন্তু বর্তমানে রাজ্যে আবহাওয়ার পারদ চড়ছে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস। এই অবস্থায় আবারও স্কুলগুলি বন্ধ হয়ে যাবে কিনা তা নিয়ে সংশয় বাড়ছে।
আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই
আলিপুর হাওয়া অফিসের বার্তা বর্তমানে উত্তরবঙ্গে থমকে রয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। দক্ষিণবঙ্গে প্রবেশ করেন। আর উত্তর পশ্চিমের গরম হাওয়া ঢুকছে। তাতে নাজেহাল অবস্থা দক্ষিণবঙ্গে।
গরমের সঙ্গে অস্বস্তি
দক্ষিণবঙ্গ জুড়েই গরম বাড়ছে। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে অস্বস্তি। অস্বস্তি সূচকও চরমে পৌঁছেছে। দিন-রাত্র সর্বত্রই অস্বস্তিকর গরম। বাড়ি থেকে বের হওয়াই দুষ্কর।
রেকর্ড বৃষ্টি মে মাসে
এই রাজ্যে স্কুলগুলি ছুটি পড়েছিল ৩০ এপ্রিল থেকে। গোটা মে মাসই ছিল গরমের ছুটি। কিন্তু মৌসম ভবনের তথ্য অনুযায়ী এই বছর মে মাসে রকের্ড পরিমাণ বৃষ্টি হয়েছে। ১৯০১ সালের পর থেকে এটাই ছিল সবথেকে ভিজে মে মাস।
পড়ুয়াদের কথা
অনেক স্কুল পড়ুয়া ঘেমে নেয়ে একশা হয়ে স্কুল যাচ্ছে। তাদের কথায় মে মাসে স্কুল খোলা থাকলে বরং তাদের সুবিধেই হত। বর্তমানে স্কুল যাওয়ার থেকে মে মাসে স্কুলে যাওয়া অনেক বেশি স্বস্তি দায়ক ছিল।
অন্যান্যা রাজ্যে গরমের ছুটি
পশ্চিমবঙ্গে যখন গরমের ছুটি কাটিয়ে স্কুল খুলতে শুরু করেছে তখন দেশের অন্য রাজ্যের স্কুল পড়ুয়ারা ছুটির আমেজে রয়েছে। একাধিক রাজ্যে এখনও গরমের ছুটি চলছে। কোথাও কোথায় জুন মাসের দাবদহের হাত থেকে বাঁচতে ছুটি বাড়ান হয়েছে।
অন্যান্য রাজ্যের গরমের ছুটি
দিল্লিতে ১১ মে থেকে ৩০ জুন, পঞ্জাব .হরিয়ানা, রাজস্থানে ৩০ জুন পর্যন্ত ছুটি। উত্তর প্রদেশ বিহারে স্কুল খুলবে ২১ জুন। ছত্তিশগড় ও মধ্যপ্রদেশে ১৫ জুন পর্যন্ত ছুটি চলবে।
স্কুল পড়ুয়াদের কথা
রোগে ঘেমে স্নান করে স্কল করতে হচ্ছে এই রাজ্যের পড়ুয়াদের। তাদের কথায় মে মাসে স্কুল খোলা রেখে এখন ছুটি পড়লে অনেকটাই ভাল হত। সিলেবাস শেষ নিয়ে সমস্যাও থাকত না। আবার গরমে স্কুলে আসতে হত না।
অন্য ছবি পশ্চিমবঙ্গে
তবে দেশের অন্য রাজ্যের স্কুল গুলির তুলনায় সম্পূর্ণ অন্য ছবি পশ্চিমবঙ্গে। এই রাজ্যে মুখ্যমন্ত্রী তড়িঘড়ি গরমের কারণে স্কুল ছুটি ঘোষণা করেছিলেন। একদফা ছুটি বাড়ান হয়েছে। তাই আর আপাতত ছুটি বাড়ান হবে না। অস্বস্তি সঙ্গে নিয়েই স্কুল যেতে হবে পড়ুয়াদের।
রাজ্যের ছুটি না বাড়ানোর কারণ
রাজ্যের ছুটি না বাড়ানোর কারণ হল সিলেবাস শেষ করার তাগিদ। এমনিতেই এই রাজ্যের পড়ুয়ারা বেশি গরমের ছুটি পেয়েছে। তাতে ব্যহত হয়েছে একাডেমিক ক্যালেন্ডার।
সেমিস্টার পদ্ধতি
উচ্চমাধ্যমিক স্তরে নতুন সেমিস্টার পদ্ধতি চালু হওয়ার সাথে সঙ্গে, সময়মতো পাঠ্যক্রম শেষ করা একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ছুটি বাড়ালে এই প্রক্রিয়া আরও বিলম্বিত হত।

