
Durga Puja 2025: ১০৮ প্রদীপ আর কুমারী পূজায় মাতোয়ারা কোন্নগরের সিদ্ধপীঠ! নবমীতে রেকর্ড ভক্তের ভিড়!
নবমীর দিনে কোন্নগরের সিদ্ধপীঠ রাজরাজেশ্বরী মন্দিরে রেকর্ড ভক্তের ভিড়। ১০৮ প্রদীপ প্রজ্বলন ও ১৬০০ অখণ্ড জ্যোতিতে আলোকিত হয়ে ওঠে সমগ্র প্রাঙ্গণ। সকাল থেকে হাজার ভক্ত মা রাজরাজেশ্বরীর সিদ্ধিরূপ দর্শনের জন্য ভিড় জমান।
নবমীর দিনে কোন্নগরের সিদ্ধপীঠ রাজরাজেশ্বরী মন্দিরে রেকর্ড ভক্তের ভিড়। ১০৮ প্রদীপ প্রজ্বলন ও ১৬০০ অখণ্ড জ্যোতিতে আলোকিত হয়ে ওঠে সমগ্র প্রাঙ্গণ। সকাল থেকে হাজার ভক্ত মা রাজরাজেশ্বরীর সিদ্ধিরূপ দর্শনের জন্য ভিড় জমান। কুমারী কন্যা পূজনের পর ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।