বড়সড় সাফল্য কোতোয়ালি থানার পুলিশের, আড়াই কুইন্টাল নিষিদ্ধ বাজি উদ্ধার কালিনগর এলাকার গোডাউন থেকে

কৃষ্ণনগর কালিনগর এলাকার সাহ স্টোর থেকে ২৫ পেটি নিষিদ্ধ বাজি উদ্ধার করল কোতোয়ালি থানার পুলিশ। যার আনুমানিক ওজন আড়াই কুইন্টাল মত ।

/ Updated: May 24 2023, 07:46 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

কৃষ্ণনগর কালিনগর এলাকার সাহ স্টোর থেকে ২৫ পেটি নিষিদ্ধ বাজি উদ্ধার করল কোতোয়ালি থানার পুলিশ । যার আনুমানিক ওজন আড়াই কুইন্টাল মত । জলে ভিজিয়ে কোতোয়ালি থানাতেই এই বাজি নষ্ট করে পুলিশেরা । এই ঘটনার মূল  অভিযুক্ত পলাতক । গোটা ঘটনার তদন্তে নেমেছে কোতয়ালী থানার পুলিশ ।