সংক্ষিপ্ত

আরজি কর ইস্যুতে প্রতিবাদে সামিল হওয়া এক অভিনেত্রীকে কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেসের দুই নেতা কুণাল ঘোষ ও দেবাংশু ভট্টাচার্য। সোশ্যাল মিডিয়ায় তাঁদের পোস্ট ঘিরে তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে।

আরজি কর ইস্যুতে উত্তাল গোটা রাজ্য। নির্যাতিতার বিচারের দাবি এখন আর শুধুমাত্র ডাক্তার বা স্বাস্থ্যকর্মীদের মধ্যেই আটকে নেই। রাজ্যের সাধারণ নাগরিকও আন্দোলনে সামিল হয়েছেন। সাধারণ মানুষের সঙ্গে আন্দোলনে সামিল হয়েছেন অভিনেতা অভিনেত্রীরাও। সেখানেই এক অভিনেত্রীকে রীতিমত কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেসের দুই নেতা - কুণাল ঘোষ ও দেবাংশু ভট্টাচার্য। সোশ্যাল মিডিয়া কুণাল-দেবাংশুর পোস্ট আর পাল্টা পোস্ট রীতিমত ভাইরাল হয়েছে।

কুণাল ঘোষ একটি ভিডিও পোস্ট করেছে। সেখানে আরজি কর কাণ্ডের প্রতিবাদ আন্দোলনে সামিল হয়েছেন মৌসুমী ভট্টাচার্য নামের এক মহিলা। সেই অভিনেত্রীকে নিয়েই সোশ্যাল মিডিয়ায় বেশি কিছুটা কটাক্ষ করেন তিনি। তারই পাল্টা উত্তর দেন দেবাংশু ভট্টাচার্য। কুণাল লেখেন, 'হ্যাঁরে দেবাংশু তোর পাত্রী দেখার কাজটা এগবো? তোর সঙ্গে তো বেশ মানাবে। রাগের মধ্যেই থাকে অনুরাগের বীজ। তাছাড়া কেমন সংস্কার মানে, স্বামীর নাম মুখে আনতে চায় না। আমার তো নিজেকে এখনই ভাসুর ভাসুর লাগছে।' এরই পাল্টা উত্তর দেন দেবাংশু। তিনি লিখেছেন, 'তাহলে বলছে কুণাল দা? তুমি খুঁজে দিচ্ছো মানে এত সহজে কি না বলতে পারি! কিন্তু গলা শুনে মনে হচ্ছে বড় দজ্জাল... টিকবে কি? বিনয় কোঙারের মতো লাইফ হেল করে দেবে তো! এবাবা! এমা দাঁড়াও দাঁড়াও বিবাহিত তো! সরি ... সিরিয়ালে কাজ নেই। ডাক্তারদের আন্দোলনে বিরিয়ানি খেতে গেছে. আমাদের নাম নিয়ে একটু ফুটেজও খাক।'

ঘটনার সূত্রপাল মৌসুমীর একটি ইন্টারভিউ। সেটি পোস্ট করেন কুণাল। সেখানে মৌসুমী বলেছেন, 'এই যে কুণাল ঘোষ, আর এই যে ছেলেটা, ওর নামও ভুলে যাই। দেবাংশু। পাবলিক যেদিন হাতে পাবে, সেদিন কে ওঁদের বাঁচাবে আমি দেখব। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ওঁদের বাঁচাতে আসবেন না। ওই যে ঘরে বসে বড় বড় লেকচার দেয় প্রেসের সামন, একদিন না একদিন তো পাবলিকের সামনে আসতেই হবে। একদিন না একদিন তো ডাক্তারের কাছে পড়তেই হবে, কারণ অসুস্থ সবাই হয়। সেই দিনটা খুব ভয়ানক ওঁদের কাছে।'

তবে একজন মহিলা সম্পর্কে কুণাল ঘোষ ও দেবাংশু ভট্টাচার্যের সোশ্যাল মিডিয়ার আলোচনা অনেকেই ভালভাবে নেয়নি। বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল বলেছেন, মহিলারা রাজ গাজছে মহিলাদের সম্মান আর মর্যাদার দাবিতে। তৃণমূলের মুখপাত্ররা তাঁকেই অসম্মান করেছেন। এই ঘটনা খুবই অসম্মানজনক বলেও মনে করছেন তাঁরা।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।