- Home
- West Bengal
- West Bengal News
- লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধ! ৩ মাস ধরে টাকা না পেয়ে ঝাঁটা হাতে মহিলারা প্রতিবাদে সামিল
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধ! ৩ মাস ধরে টাকা না পেয়ে ঝাঁটা হাতে মহিলারা প্রতিবাদে সামিল
তবে কি বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প? এই প্রশ্নই কুরে কুরে খাচ্ছে রাজ্যের মহিলারে। কারণ রাজ্যের একটি এলাকায় প্রায় তিন মাস ধরেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন না মহিলারা।

বন্ধ লক্ষ্মীর ভাণ্ডার
তবে কি বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প? এই প্রশ্নই কুরে কুরে খাচ্ছে রাজ্যের মহিলারে। কারণ রাজ্যের একটি এলাকায় প্রায় তিন মাস ধরেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন না মহিলারা। মঙ্গলবার প্রতিবাদ দেখাতে গেলে হাতাহাতি, ধস্তাধস্তি হয় পুলিশের সঙ্গে। যার কারণে রণক্ষেত্রের চেহারা নেয় ময়না।
লক্ষ্মীর ভাণ্ডারের জন্য প্রতিবাদ
ময়নায় ১২ হাজার মহিলার প্রায় ৩ মাস ধরে বন্ধ লক্ষ্মীর ভান্ডার।লক্ষ্মীর ভান্ডার চালুর দাবিতে আজ প্রায় ৩০০০ মহিলা ঝাঁটা হাতে তমলুক জেলা বিজেপির নেতৃত্বে ময়না বিডিও অফিসে ডেপুটেশন দিতে আসেন।
নেতৃত্বে বিজেপি
বিজেপির নেতৃত্বে বিক্ষোভ দেখাছে ময়নার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা না পাওয়া প্রায় ১২ হাজার মহিলা। তাদের হাতে ছিল ঝাঁটা, লাঠি। যদিও বিডিও অফিসের গেট ছিল বন্ধ। সেখানে আগে থেকেই মোতায়েন ছিল পুলিশ। বিলাশ পুলিশ বাহিনী।
পুলিশের সঙ্গে সংঘর্ষ
এদিন ডেপুটেশন দিতে আসা মহিলা ও বিজেপির সদস্যদের সঙ্গে স্থানীয় পুলিশের সংঘর্ষ বেধে যায়। পুলিশ আন্দোলনকারীদের বিডিও অফিসে ঢুকতে বাধা দেয়। পাল্টা প্রতিবাদীরা বিডিও অফিসে যাওয়ার চেষ্টা করে। রণক্ষেত্রের আকার নেয় বিডিও অফিস সংলগ্ন এলাকা।
মহিলাদের হুঁশিয়ারি
হাতাহাতিতে জখম হন কয়েকজন বিক্ষোভকারী।কয়েকজন মহিলার মাথায় কপালে আঘাত লাগে।লক্ষ্মীর ভান্ডার চালু না হলে জেলাশাসকের কার্যালয় ঘেরাও এর হুশিয়ারি ও দেওয়া হয়। তবে কেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা তারা পাচ্ছেন না তাই নিয়েও প্রশ্ন তোলেন। যদিও প্রশাসন এখনও এই বিষয়ে কিছুই জানায়নি।

