শান্তিপুরে নজির, মা পুজিলেন নিজের কন্যাকে লক্ষ্মীরূপে, অভিনব উদ্যোগ

Santipur : এক মা নিজের ছোট মেয়েকেই পুজো করলেন মা লক্ষ্মী রূপে। পরিবারের দীর্ঘদিনের ঐতিহ্য ও বিশ্বাস থেকেই এই বিশেষ উদ্যোগ। কয়েক বছর আগে এই পরিবারের শ্বশুর প্রথম নিজের বড় বৌমাকে দেবীরূপে পুজো করেছিলেন।

Share this Video

Santipur : নদিয়ার শান্তিপুরের নিশ্চিন্তপুর গার্ডেন মোড়ে লক্ষ্মীপুজোর দিনে ঘটল এক ব্যতিক্রমী ঘটনা। এক মা নিজের ছোট মেয়েকেই পুজো করলেন মা লক্ষ্মী রূপে। পরিবারের দীর্ঘদিনের ঐতিহ্য ও বিশ্বাস থেকেই এই বিশেষ উদ্যোগ। কয়েক বছর আগে এই পরিবারের শ্বশুর প্রথম নিজের বড় বৌমাকে দেবীরূপে পুজো করেছিলেন। সেই প্রথা বজায় রেখে এবার তাঁর বৌমা নিজের সাত বছরের কন্যাকে পুজো করেন। পরিবারের বিশ্বাস, মানুষের মধ্যেই বিরাজমান দেবত্ব, তাই নারীর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার মাধ্যমে সেই দেবত্বের প্রকাশই প্রকৃত পুজো। সমাজে নারীসম্মান ও পারিবারিক ঐক্যের বার্তা দিয়েছে শান্তিপুরের এই উদ্যোগ।

Related Video