
BJP করার অপরাধে ৩ মাস বন্ধ ছিল লক্ষ্মীর ভান্ডার! ঝাঁটা হাতে ছুটে যেতেই...দেখুন
Lakshmir Bhandar : পূর্ব মেদিনীপুরের ময়না ব্লকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বন্ধ থাকায় প্রায় ১২ হাজার মহিলা ক্ষুব্ধ। তিন মাস ধরে টাকা না পেয়ে আজ প্রায় ৩০০০ মহিলা তমলুক জেলা বিজেপির নেতৃত্বে বিডিও অফিসে ডেপুটেশন দিতে আসেন।
Lakshmir Bhandar : পূর্ব মেদিনীপুরের ময়না ব্লকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বন্ধ থাকায় প্রায় ১২ হাজার মহিলা ক্ষুব্ধ। তিন মাস ধরে টাকা না পেয়ে আজ প্রায় ৩০০০ মহিলা তমলুক জেলা বিজেপির নেতৃত্বে বিডিও অফিসে ডেপুটেশন দিতে আসেন। পুলিশের বাধায় অফিসে ঢুকতে না পেরে গেটের সামনে শুরু হয় ধস্তাধস্তি। পুলিশের সঙ্গে হাতাহাতিতে আহত হন কয়েকজন মহিলা। তাঁদের মাথা ও কপালে আঘাত লাগে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, রণক্ষেত্রের চেহারা নেয় বিডিও অফিস চত্বর। বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দেন, লক্ষ্মীর ভান্ডার চালু না হলে জেলাশাসকের অফিস ঘেরাও করা হবে।