- Home
- West Bengal
- West Bengal News
- পরিবর্তন হল বয়সের সীমা, নতুন বছরে লক্ষ্মীর ভাণ্ডার পেতে মানতে হবে এই বিশেষ নিয়ম, ঘোষণা মুখ্যমন্ত্রীর
পরিবর্তন হল বয়সের সীমা, নতুন বছরে লক্ষ্মীর ভাণ্ডার পেতে মানতে হবে এই বিশেষ নিয়ম, ঘোষণা মুখ্যমন্ত্রীর
- FB
- TW
- Linkdin
ফের বড় আপডেট লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে। এই ভাতা নিয়ে বিশেষ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক ভাতা চালু করেছেন। এই সকল ভাতা চালু করার প্রধান উদ্দেশ্য সাধারণ মানুষকে সাহায্য করা।
রাজ্যের পড়ুয়া থেকে শুরু করে বৃদ্ধ- রাজ্যে সকল বয়সের মানুষের জন্য ভাতা চালু করেছেন মমতা সরকার। মাসে ১০০০ থেকে ১৫০০ টাকা করে দেন মুখ্যমন্ত্রী।
মমতা সরকারের এই সকল ভাতার মধ্যে অন্যতম লক্ষ্মীর ভাণ্ডার। এই ভাতা মেলে রাজ্যের মহিলাদের।
এবার এই ভাতা নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। পরিবর্তন করা হচ্ছে বয়সের সীমার ক্ষেত্রে।
এতদিন ২৫ বছর থেকে ৬০ বছর বয়সীরা পেতেন লক্ষ্মীর ভার পেতেন মহিলারা। এবার থেকে বদলাচ্ছে এই নিয়ম।
সদ্য সন্দেশখালীতে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মা-বোনদের উদ্দেশ্য বিশেষ মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।
তিনি বলেন, …লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকদের বলব, যতদিন বাঁচবেন এই ভাতা পেয়ে যাবেন। এরই সঙ্গে সেই সভায় স্বাস্থ্য সাথী নিয়ে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।
এদিকে এতদিন ৬০ বছর বয়স পর্যন্ত মিলত লক্ষ্মীর ভাণ্ডার। কিন্তু, মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর স্পষ্ট বয়সের সীমা পরিবর্তন হচ্ছে।
একই সঙ্গে নতুন বছরে ভাতা পেতে প্রাপকদের মানতে হবে আরও কয় দফা নিয়ম। সেই সকল নিয়ম না মানলে জানুয়ারি থেকেই বন্ধ হয়ে যাচ্ছে ভাতা।