খাগের কলম থেকে পাখির পালক, হাজারের ও বেশি ধরনের কলম দেখালেন গ্রন্থাগার কর্মী

প্রায় ৩০ বছর ধরে সংগ্রহ করেছেন হাজারেরও বেশি ধরনের কলম, ফাউন্টেন পেন ডে তে দেখালেন তার সংগ্রহশালা

/ Updated: Nov 06 2022, 06:11 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

মালদা শহরের গ্রীন পার্ক এলাকার বাসিন্দা সুবীর কুমার সাহা | তার সংগ্রেহে রয়েছে এক হাজারের বেশি কলম | শুধু মাত্র দেশীয় নয়, বিশ্বের একাধিক দেশের কলম রয়েছে নিজের সংগ্রহশালায় | তিনি প্রায় ৩০ বছর ধরে সংগ্রহ করেছেন কলমগুলি | খাগের কলম, পাখির পালকের কলম, নিপ পেন সহ একাধিক কলম তার সংগ্রহশালায় | ফাউন্টেন পেন ডে তে দেখালেন তার সংগ্রহশালা