সংক্ষিপ্ত
কার জন্য হারলেন লকেট চট্টোপাধ্যায়? অবশেষে মুখ খুললেন অভিনেত্রী
হুগলি লোকসভা থেকে পরাজিত হয়েছেন লকেট চট্টোপাধ্যায়। পরাজয়ের পরে কেন্দ্রীয় নেতৃত্বের দ্বারস্থ হয়েছেন লকেট। পরাজয়ের পরে তিনি জানিয়েছেন," কেন্দ্রীয় নেতৃত্বের তরফে অনেক সমর্থণ পেয়েছি। হারের কারণও ওদের জানাব"
“নেতাদের চুপ করে থেকে আগে কর্মীদের কথা শোনা উচিত। তাঁরাই আসল কারণটা বলতে পারবেন।” হারের কারণ কী এ প্রসঙ্গে লকেট চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, "মানুষের থেকে অনেক ভালবাসা পেয়েছি। হুগলির সঙ্গেই থাকব।”
অন্যদিকে লকেটের হারের খবর শুনেই অসুস্থ হয়ে মৃত্যু হয় কর্মীর ওই কর্মীর পরিবারের সঙ্গে কথা বলতে বলতেও কেঁদে ফেলেন লকেট চট্টোপাধ্যায়। অন্যদিকে দিলীপ ঘোষকে জেতা আসন থেকে সরিয়ে অন্য আসনে স্থানান্তরিত করার কারণে এবার হেরে যান দিলীপ ঘোষ। এই নিয়েও এদিন মুখ খুলেছেন দিলীপও। তিনি জানিয়েছেন, " রাজনীতিতে সব সম্ভব। তবে কী কারণে হয়েছে, কে, কী করেছে, সবই পর্যালোচনা করে বোঝা যাবে। রাজ্য নেতৃত্ব কেন্দ্র নেতৃত্বের সঙ্গে বসে আলোচনা করবে, এখন আমি এ বিষয়ে কিছু বলতে পারব না।”