Dev Adhikari: 'দিদির প্রস্তাব ফেলতে পারিনি', দাসপুরে ভোটের প্রচারে এসে মনের কথা জানালেন দেব

সোমবার ঘাটালের দাসপুর বিধানসভায় প্রচার সাড়লেন তৃণমূল প্রার্থী দেব। 'ভেবেছিলাম ভোটে দাঁড়াব না কিন্তু দিদির প্রস্তাব ফেলতে পারিনি' জন সাধারণের উদ্দেশ্যে জানান এরপর।

/ Updated: Mar 18 2024, 07:14 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

শাসক থেকে বিরোধী, সমস্ত প্রার্থীই ব্যস্ত লোকসভা নির্বাচনের প্রচারে। ঘাটালের তৃণমূল প্রার্থী দেবও সারাদিন ব্যস্ত প্রচারে। সোমবার ঘাটালের দাসপুর বিধানসভায় প্রচার সাড়লেন তিনি। 'ভেবেছিলাম ভোটে দাঁড়াব না কিন্তু দিদির প্রস্তাব ফেলতে পারিনি' জন সাধারণের উদ্দেশ্যে জানান দেব। ঘাটালের মানুষের কথা তিনি কতটা ভাবেন সে কথাও জানান দেব।