Lok Sabha Election 2024: হিরণকে জবাব দিতে তৈরি দেব,ঘাটালে শুরু করলেন প্রচার

গত দশ বছরের সাংসদ দেব এবারও ঘাটালে প্রচার শুরু করলেন। তিনি বুঝিয়ে দিলেন ঘাটালবাসীর জন্য ছিলেন, আছেন ও থাকবেন।

Share this Video

গত দশ বছরের সাংসদ দেব এবারও ঘাটালে প্রচার শুরু করলেন। তিনি বুঝিয়ে দিলেন ঘাটালবাসীর জন্য ছিলেন, আছেন ও থাকবেন। ঘাটাল লোকসভা কেন্দ্রে দেবের বিপক্ষে বিজেপিতে টলিউদের আরেক তারকা হিরণ। এদিনের মিছিলে শঙ্কর দোলইকেও দেখা যায়। 

Related Video