সংক্ষিপ্ত

এবারের লোকসভা নির্বাচনে রাজ্যজুড়ে প্রচার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। তাঁরা বেশিরভাগ জায়গাতেই হেলিকপ্টারে চড়ে গিয়েছেন।

মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি অনুযায়ী এবারের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস বাংলা থেকে ৪২ আসন পাবে কি না এখনও বলা সম্ভব নয়। নরেন্দ্র মোদীর দল বিজেপি-কে টেক্কা দিয়ে ইন্ডিয়া জোট ক্ষমতায় আসবে কি না সে বিষয়েও ৪ জুনের আগে কিছু বলা সম্ভব নয়। তবে প্রচারে অন্য সব দলকে পিছনে ফেলে দিয়েছে তৃণমূল কংগ্রেস। এবারের লোকসভা নির্বাচনের প্রচারে মোট ৫২১ বার হেলিকপ্টারে চড়েছেন মমতা, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। শনিবার লোকসভা নির্বাচনে সপ্তম তথা শেষ দফার ভোটগ্রহণ। বৃহস্পতিবারই প্রচার শেষ হয়ে গিয়েছে। শুক্রবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলির প্রচারে হেলিকপ্টার ব্যবহারের হিসেব দেওয়া হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, কেন্দ্রের শাসক দলকে অনেক পিছনে ফেলে দিয়েছে রাজ্যের শাসক দল।

হেলিকপ্টার ব্যবহারেও বামেরা শূন্য

নির্বাচন কমিশনের হিসেব অনুযায়ী, এবারের লোকসভা নির্বাচনের প্রচারে পশ্চিমবঙ্গে হেলিকপ্টার ব্যবহারে তৃণমূল কংগ্রেসের ধারেকাছে অন্য কোনও রাজনৈতিক দল নেই। রাজ্যজুড়ে প্রচারে ৫২১ বার হেলিকপ্টার কাজে লাগিয়েছে শাসক দল। হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে হেলিপ্যাড তৈরি করেছে রাজ্য সরকার। সেখান থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিনই হেলিকপ্টার উড়েছে। আশেপাশের বাড়ির লোকজন হেলিকপ্টারের শব্দে অভ্যস্ত হয়ে গিয়েছেন। ৬৭৬ বার হেলিকপ্টার ব্যবহারের অনুমতি চেয়েছিল তৃণমূল কংগ্রেস। তবে ৫২১ বার হেলিকপ্টার ব্যবহার করেছেন মমতা-অভিষেকরা। কেন্দ্রের শাসক দল এ রাজ্যে ১২৪ বার হেলিকপ্টার ব্যবহার করেছে। কংগ্রেস ২ বার হেলিকপ্টার ব্যবহার করেছে। কংগ্রেসের জোটসঙ্গী বামেরা প্রচারে হেলিকপ্টার ব্যবহার করেননি।

লোকসভা নির্বাচনের প্রচারে 'এগিয়ে বাংলা'

এবারের লোকসভা নির্বাচনে জনসভা এবং অন্যান্য কর্মসূচির ক্ষেত্রেও অন্য রাজ্যগুলিকে টেক্কা দিয়েছে বাংলা। এ রাজ্যে প্রায় এক লক্ষ জনসভা, পথ সভা, রোড শো হয়েছে। ফল প্রকাশ হলে বোঝা যাবে কাদের প্রচার মানুষের মন জয় করল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

ভোটপ্রচারে গোটা দেশের মধ্যে প্রথম, সবথেকে বেশি মিটিং-মিছিল বাংলাতেই

'৪ জুন চিচিংফাঁক', শেষ প্রচারে নিজের কেন্দ্রে দাঁড়িয়ে বিজেপি 'খতম' বলে হুংকার অভিষেকের

YouTube video player