সংক্ষিপ্ত
শুক্রবার সকাল থেকে কোচবিহারে উত্তেজনা। লোকসভা নির্বাচনে ভোটগ্রহণের প্রথম দফাতেই পশ্চিমবঙ্গে হিংসার ছবি দেখা যাচ্ছে। বাংলায় ভোটের চিত্র বদলাচ্ছে না।
শুক্রবার লোকসভা নির্বাচনে প্রথম দফার ভোটগ্রহণের দিন কোচবিহারের বিভিন্ন জায়গা থেকে হিংসা, মারধর, বুথ দখলের চেষ্টা, ভুয়ো পোলিং এজেন্ট-সহ বহু অভিযোগ আসছে। এরই মধ্যে দিনহাটায় ভিলেজ ২ বুথ সভাপতির বাড়ির সামনে তাজা বোমা উদ্ধার হয়েছে। এই বিজেপি নেতা জানিয়েছেন, শুক্রবার সকালে তিনি যখন বাড়ি থেকে বেরিয়ে ভোটগ্রহণ কেন্দ্রে যাচ্ছিলেন, সেই সময় বাড়ির কাছেই তাজা বোমা পড়ে থাকতে দেখেন। এই বিজেপি নেতা আরও দাবি করেছেন, গত কয়েকদিন ধরেই তাঁকে হুমকি দিচ্ছিল তৃণমূল কংগ্রেস। তিনি ভোটগ্রহণ কেন্দ্রে গেলে ফল ভালো হবে না বলে শাসানো হয়েছিল। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে রাজ্যের শাসক দল। তবে এই ঘটনায় রাজ্যের মন্ত্রী উদয়ন গুহর বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগ উঠেছে। বোমা উদ্ধারের ঘটনা নিয়ে সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বলেন, 'বোমা কি লাড্ডু যে সাজিয়ে রাখবে? বোমা না মেরে কেউ বাড়ির সামনে সাজিয়ে রাখবে?'
রাজ্যের ৩ লোকসভা কেন্দ্রেই বহু অভিযোগ
শুক্রবার কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ চলছে। মাত্র ৩ কেন্দ্র ভোট হলেও, সকাল থেকেই অশান্তি, গণ্ডগোলের একের পর অভিযোগ আসছে। রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখন নির্বাচন কমিশনের দায়িত্বে। সকাল থেকেই রাজ্য নির্বাচন কমিশনের দফতরে পরপর অভিযোগ আসছে। কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের কী পদক্ষেপ, সেই প্রশ্ন উঠছে।
উদয়নকে গ্রেফতারের দাবি
কোচবিহারে অশান্তির জন্য উদয়নকে দায়ী করে তাঁর গ্রেফতারির দাবি তুলেছেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। তাঁর দাবি, 'বিভিন্ন জায়গায় সন্ত্রাসের চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। উস্কানিমূলক বার্তা দিচ্ছেন উদয়ন গুহ। তৃণমূল কংগ্রেস যতদিন আছে হিংসা হবে। উদয়ন গুহকে গ্রেফতার করা উচিত। তাঁর গতিবিধি নিয়ন্ত্রণ করা উচিত ছিল।'
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
ভোট দেওয়া আটকাতে অশ্রাব্য ভাষায় গালি, ইটবৃষ্টি, বিজেপির পক্ষ থেকে বিস্ফোরক ভিডিও প্রকাশ
রাজ্যের তিন কেন্দ্রের ভোটগ্রহণে ঝরল রক্ত, বেলা গড়াতেই বিক্ষিপ্ত অশান্তি থেকে বোমাবাজি