সংক্ষিপ্ত

এবারের লোকসভা নির্বাচনে অন্যতম আকর্ষণীয় কেন্দ্র ছিল বর্ধমান-দুর্গাপুর। এই কেন্দ্রে জোরদার লড়াই হয়েছে। মঙ্গলবার ফল প্রকাশেও চমক দেখা গেল।

২০১৯ সালের লোকসভা নির্বাচনে জিতেছিলেন মেদিনীপুর থেকে। এবার কেন্দ্র বদলে বর্ধমান-দুর্গাপুরে প্রার্থী হন বিজেপি-র প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর বিপক্ষে তৃণমূল কংগ্রেস প্রার্থী ছিলেন প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ। তাঁকে 'বহিরাগত' বলে কটাক্ষ করেছিল বিজেপি। ১৯৮৩ সালে কপিল দেবের নেতৃত্বে বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন কীর্তি আজাদ। এবার লোকসভা নির্বাচনে তাঁর কাছে 'অচেনা পিচ'-এ লড়াই ছিল। সেই লড়াইয়ে লক্ষাধিক ভোটের ব্যবধানে জয় পেলেন প্রাক্তন ক্রিকেটার। কেন্দ্র বদলে লাভ হল না দিলীপের। তিনি প্রচারে বারবার প্রতিপক্ষকে আক্রমণ করেছিলেন। কিন্তু ভোটে এর প্রভাব পড়ল না। বড় ব্যবধানে হেরে গেলেন দিলীপ। তিনি যেমন কেন্দ্র বদল করার পর হেরে গেলেন, তেমনই ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তাঁর জেতা কেন্দ্র মেদিনীপুরেও হারের মুখে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল।

লক্ষাধিক ভোটে হার দিলীপের

মঙ্গলবার সকালে যখন ভোটগণনা শুরু হয়, তখন এগিয়ে যেতে পেরেছিলেন দিলীপ। সেই সময় তাঁকে আত্মবিশ্বাসী দেখাচ্ছিল। তিনি বলেন, 'ভোর সাড়ে পাঁচটায় গণনা কেন্দ্রে এসেছি। আমি জয় পাব। আমার কোনও টেনশন নেই। টেনশন আর দিলীপ ঘোষ আলাদা বিষয়।' কিন্তু বেলা গড়াতেই দিলীপের আত্মবিশ্বাস উধাও হয়ে যায়। তিনি বড় ব্যবধানে হারের পর আর লড়াইয়ে ফিরতে পারলেন না।

বিজেপি-র অন্তর্দ্বন্দ্বে হার দিলীপের?

এবারের লোকসভা নির্বাচনে অনেক দেরিতে প্রার্থী হিসেবে দিলীপের নাম ঘোষণা করা হয়। তিনি মেদিনীপুরে দলীয় সংগঠনকে শক্তিশালী করে তুলেছিলেন। কেন্দ্র বদল হওয়ার পর বর্ধমান-দুর্গাপুরে দলীয় সংগঠনকে মেদিনীপুরের মতো শক্তিশালী করতে পারলেন না দিলীপ। এর ফলেই তাঁকে হারতে হল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Abhijit Gangopadhyay: শুভেন্দুর গড়ে মুখ রক্ষার দায়িত্বে অভিজিৎ, দেবাংশুকে কড়া টক্কর বিজেপি প্রার্থীর

Counting Update: সুজাতা বললেন 'নোংরা আবর্জনা', প্রাক্তন স্ত্রীর কথায় গুরুত্ব দিতে নারাজ সৌমিত্র

Smriti Irani: আমেঠিতে কংগ্রেস প্রার্থী কিশোরী লালের কাছে হার স্মৃতি ইরানির