19

জামাইষষ্ঠীতে চেনা মেজাজে দেখা গেল কামারহাটির বিধায়ককে। জামাই সাজে ছবি দিলেন তিনি।

29

নীল ধুতি পাঞ্জাবি, চোখে কালো চশমা পড়ে জামাইষষ্ঠীতে সোশ্যাল মিডিয়া মাতালেন মদন।

39

সঙ্গে নানা পোজে একের পর এক ছবি তুলেছেন তিনি।

49

ছবির সঙ্গে ক্যাপশনে মদন লিখেছেন,'জাস্ট ক্লিক্ট, ওহ লাভলি। শুভ জামাইষষ্ঠী'। সঙ্গে এমএম-এর হ্যাসট্যাগও জুড়েছেন তিনি।

59

ইতিমধ্যেই ১ হাজার ৬০০ জন ছবিটি শেয়ার করেছেন। ১ হাজার ৩০০ জন মন্তব্য করেছেন ছবিটিতে।

69

প্রসঙ্গত কয়েকদিন আগেই এসএসকেএম হাসপাতালের সঙ্গে বিবাদে জড়িয়ে সংবাদ শিরোনামে এসেছিলেন মদন মিত্র।

79

শুক্রবার রাতে বাইক দুর্ঘটনায় আহত হয়েছিলেন শুভদীপ পাল। তাঁকে পাতালে ভর্তি করতে গেলে মদন মিত্রকে ফিরিয়ে দয়ে কর্তৃপক্ষ। ভর্তি নিতে রাজি হয়নি বলেও অভিযোগ। তারপর হাসপাতালে দাঁড়িয়ে তিনি কর্তৃপক্ষের বিরুদ্ধে সরব হন।

89

পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপেরও দাবি করেন। বিধায়ক অভিযোগ করেছিলেন যে হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট ডাঃ মণিময় বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তাকে অপমান করা হয়েছিল, যখন তিনি শুক্রবার রাতে সেখানে গিয়েছিলেন যখন জানানো হয়েছিল যে একজন গুরুতর আহত রোগী তার ট্রমা কেয়ার সেন্টারে ভর্তি হতে পারবেন না।

99

তিনি প্রয়োজনে আহতের চিকিৎসার জন্য ঘড়ি আংটি দিয়ে দেবেন। কিন্ত এত কিছুর পরেও মদন এই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করতে পারেননি।