'স্কুলে গণ্ডগোলের চেষ্টা করলে...' নাম না নিয়েই বাংলা পক্ষকে হুঁশিয়ারি মদন মিত্র'র

নাম না নিয়েই বাংলা পক্ষকে হুঁশিয়ারি মদন মিত্র'র। বাংলা শিখতে চাইছে না পড়ুয়ারা, বরখাস্ত করা হল বিদ্যালয়ের বাংলার শিক্ষককে। আরিয়াদহ নওদাপারা হোলি চাইল্ড স্কুলের এই ঘটনা রীতিমত শোরগোল।

/ Updated: Mar 20 2023, 07:09 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

নাম না নিয়েই বাংলা পক্ষকে হুঁশিয়ারি মদন মিত্র'র। বাংলা শিখতে চাইছে না পড়ুয়ারা, বরখাস্ত করা হল বিদ্যালয়ের বাংলার শিক্ষককে। আরিয়াদহ নওদাপারা হোলি চাইল্ড স্কুলের এই ঘটনা রীতিমত শোরগোল। ঘটনার প্রতিবাদে আজই স্কুলের সামনে জমায়েত করে বাংলা পক্ষ। বাংলা পক্ষের সৌজন্যেই চাকরি ফিরে পেল বাংলার শিক্ষিকা। এরপরেই আসরে নামলেন বিধায়ক মদন মিত্র। তিনি বলেন, ‘অনেক স্কুলেই ক খ গ ঘ শেখানো হয় না। সেখানে শুক্লপক্ষ, দেবীপক্ষ, কৃষ্ণপক্ষকে আমি দেখতে পাই না। ওই স্কুলগুলিতে যাওয়ার দম এদের নেই। কামারহাটিতে স্কুলে যদি গন্ডগোলের চেষ্টা করে, তাহলে তৃণমূল কিন্তু রাস্তায় নামবে। বাংলার জন্য আমিও আছি, আমি বাংলার ছেলে। বাংলা, বাংলা চিৎকার করে স্কুলের বাচ্চাদের ভয় দেখাচ্ছে। স্কুলের সামনে কোন মস্তানি-গুন্ডামি বরদাস্ত করবো না।’ হুঁশিয়ারি মদন মিত্রের। 

Read more Articles on