শুক্রবার সাংবাদিক বৈঠকে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছে গোটা পরিস্থিতি শক্ত হাতে মোকাবিলা করা হবে। এুবার মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৯ লক্ষ ৮৪ হাজার ৭৫৩ জন।
১০ ফেব্রুয়ারি ২০২৫ সাল থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Examination 2025)। জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে চলেছে স্কুল পড়ুয়ারা। তবে পরীক্ষার আগেই প্রচুর পরীক্ষার্থীর উদ্বেগ বাড়িয়েছে অ্যাডমিট কার্ড (Admit Card) না পাওয়া নিয়ে। যদিও মধ্যশিক্ষা পর্ষদ (Board of Secondary Education) জানিয়েছে, আগামী ৯ ফেব্রুয়ারির মধ্যে পড়ুয়াদের কাছে অ্যাডমিট কার্ড পৌঁছে দেওয়া হবে। অন্যদিকে ২০১৬ সালে চাকরি পাওয়া শিক্ষক-শিক্ষিকাদের পরীক্ষা পরিচালনা বয়কটের হুঁশিয়ারিও দিয়েছে। এই পরিস্থিতিকেও মধ্যশিক্ষা পর্ষদের থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে মধ্যশিক্ষা পর্ষদ।
শুক্রবার সাংবাদিক বৈঠকে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছে গোটা পরিস্থিতি শক্ত হাতে মোকাবিলা করা হবে। এুবার মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৯ লক্ষ ৮৪ হাজার ৭৫৩ জন। যারমধ্যে ৪ লক্ষ ২৮ হাজার ৮০৩ ছাত্র, ৫ লক্ষ ৫৫ হাজার ৯৫০ জন ছাত্রী। তিনি জানিয়েছেন প্রশ্নপত্র ফাঁস আর টোকাটুকি রুখতে বিশেষ নজর দেওয়া হচ্ছে। শৌচাগারেও থাকবে বিশেষ নজরদারি। শৌচাগারে স্মার্টফোন লুকিয়ে রাখা নিয়ে সতর্ক করেছে মধ্যশিক্ষা পর্ষদ।
মধ্য শিক্ষা পর্ষদ আরও বলেছেন, প্রশ্নপত্র ফাঁস ও টুকলি রুখতে পর্ষদের টিম ঘুরবে স্কুলে স্কুলে। মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, পরীক্ষ চলাকালীন কোনও পরীক্ষার্থীর কাছে যদি গ্যাজেট পাওয়া যায় তাহলে পরীক্ষা বাতিল করা হবে। অ্যাডমিট কার্ডে এই নির্দেশিকার কথা বলা রয়েছে।
অ্যাডমিট কার্ড নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি। তিনি বলেন, শেষ নতুন ইস্যু করা অ্যাডমিট কার্ড গোটা প্রক্রিয়াকে নতুন করে সাজান খুব কঠিন। সোমবার পরীক্ষা শুরু। তিনি জানিয়েছেন, ১৮১ জন এনরোলমেন্ট হচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যে ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত এই পড়ুয়ারা আবেদন করেছেন। তবে তিনি এই ঘটনার জন্য কাঠগড়ায় দাঁড় করিয়েছেন সংশ্লিষ্ট স্কুলগুলিকে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
