WBBSE Madhyamik Results 2025: শুক্রবার প্রকাশিত হল মাধ্যমিকের ফল প্রকাশ। আজ প্রকাশিত হবে ২০২৫-এর মাধ্যমিকের ফল। প্রথম স্থানে কে?

WBBSE Madhyamik Results 2025: ২০২৫ সালের মাধ্যমিকের মেধাতালিকায় মোট ৬৬ জনের নাম রয়েছে। এই বছর প্রথম হল রায়গঞ্জ করোনেশন হাইস্কুল থেকে আদৃত সরকার। তার প্রাপ্ত নম্বর ৬৯৬। ৯৯.৪ শতাংশ। উত্তর দিনাজ পুর থেকে। মাধ্যমিকে দ্বিতীয় মালদা রামকৃষ্ণ মিশন বিদ্যাভবন থেকে অনুভব বিশ্বাস এবং বাঁকুড়া বিষ্ণুপুর হাইস্তুল থেকে সৌম্য পাল। প্রাপ্ত নম্বর ৬৯৪। মাধ্যমিকে তৃতীয় কতুলপুর হাইস্কুল থেকে ঈশানী চক্রবর্তী। 

শুক্রবার প্রকাশিত হল মাধ্যমিকের ফল প্রকাশ। আজ প্রকাশিত হবে ২০২৫-এর মাধ্যমিকের ফল। পর্যদের তরফে সকাল ৯টা নাগাদ ফল প্রকাশ হওয়ার কথা রয়েছে। ফল ঘোষণা করবেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়।

সাংবাদিক বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে ফল ঘোষণা করবে পর্ষদ।সকাল ৯টা ৪৫ থেকে পর্ষদের ওয়েবসাইট ছাড়াও পরীক্ষার্থীরা বেশ কিছু মোবাইল অ্যাপ মারফতও তাদের ফল জেনে নিতে পারবে। সকাল ১০টা থেকে স্কুলগুলিকে পরীক্ষার্থীদের মার্কশিট এবং শংসাপত্র বিতরণ করা হবে। এ বছরের মাধ্যমিক শুরু হয়েছিল গত ১০ ফেব্রুয়ারি। এই বছরেও ছাত্রীর সংখ্যা ছাত্রের থেকে বেশি। এই বছর পাশের হার সব থেকে বেশি পূর্ব মেদিনীপুর জেলায়, তারপর কালিম্পং ও কলকাতা। এই বছর মাধ্যমিকে পাশের হার ৮৬.৫৭ শতাংশ। গত বছরে পাশের হারের তুলনায় এই বছর পাশের হার বেশি। এই বছর মোট ৯লক্ষ ৮৪ হাজার ৭৫৩ জন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে।

পরীক্ষা শেষ হয় ফেব্রুয়ারির ২২ তারিখে। পরীক্ষা শেষের ৭০ দিনের মাথায় ফল ঘোষণা করছে মধ্যশিক্ষা পর্ষদ। মাধ্যমিক পরীক্ষা ২০২৫-র ফল আজ প্রকাশিত হবে। ছাত্রছাত্রীরা wbbse.wb.gov.in এবং wbresults.nic.in ওয়েবসাইটে রেজাল্ট দেখতে পারবেন। সকাল ৯টায় প্রেস কনফারেন্স, ১০টা থেকে মার্কশিট সংগ্রহ করতে পারবেন ছাত্রছাত্রীরা।