সংক্ষিপ্ত

দেশ-বিদেশের বিভিন্ন জায়গার পাশাপাশি পশ্চিমবঙ্গ থেকেও বহু মানুষ প্রয়াগরাজে মহাকুম্ভে যোগ দিতে গিয়েছেন। তাঁদের পাশে দাঁড়াচ্ছে রাজ্য সরকার।

মৌনী অমাবস্যায় প্রয়াগরাজে মহাকুম্ভে পদপিষ্ট হয়ে পশ্চিমবঙ্গের একাধিক বাসিন্দার মৃত্যু হয়েছে। এ রাজ্য থেকে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে যাওয়া বেশ কয়েকজন পুণ্যার্থী অসুস্থ হয়ে পড়েছেন বলেও জানা গিয়েছে। এই পরিস্থিতিতে নতুন করে যাতে কারও সমস্যা না হয়, সে বিষয়ে উদ্যোগ নিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। এ রাজ্য থেকে মহাকুম্ভে যোগ দিতে যাওয়া পুণ্যার্থীদের জন্য হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে। একটি হেল্পলাইন নাম্বার হল-০৩৩২২১৪-৩৫২৬। অন্য একটি হেল্পলাইন নাম্বার হল-১০৭০। কোনওরকম সমস্যা বা বিপদ হলে এই দু'টি হেল্পলাইন নাম্বারে ফোন করে সাহায্য চাইতে পারেন এ রাজ্যের পুণ্যার্থীরা।

দুর্ঘটনার পরেও প্রয়াগরাজে বাড়ছে ভিড়

মৌনী অমাবস্যায় পদপিষ্টের দুর্ঘটনার পরেও প্রয়াগরাজে ভিড় কমছে না। মাত্রাতিরিক্ত ভিড় কমাতে বিশেষ ট্রেনের মাধ্যমে পুণ্যার্থীদের যাওয়া আটকানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু তারপরেও অনেকেই প্রয়াগরাজে পৌঁছে যাচ্ছেন। দেশ-বিদেশ থেকে পুণ্যার্থীরা সঙ্গমে স্নান করতে যাচ্ছেন। পশ্চিমবঙ্গের পুণ্যার্থীরাও এই ভিড়ে সামিল হচ্ছেন। মৌনী অমাবস্যায় দুর্ঘটনায় যেমন এ রাজ্যের একাধিক পুণ্যার্থীর মৃত্যু হয়েছে, তেমনই অনেকে নিখোঁজও হয়ে যান। পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে ওঠেন। অনেকে দুর্ঘটনা এড়িয়ে পুণ্যস্নান সেরে কোনওরকমে নিরাপদে বাড়ি ফিরে আসতে পেরেছেন। কিন্তু সবাই সেটা করতে পারেননি। এই পরিস্থিতিতে পুণ্যার্থীদের পাশে থাকার কথা ঘোষণা করল রাজ্য সরকার। প্রয়াগরাজে গিয়ে এ রাজ্যের কেউ অসুস্থ হয়ে পড়লে যদি বাড়ি ফিরে আসতে সমস্যা হয় বা চিকিৎসা পরিষেবা পেতে সমস্যা হয়, কোনও ব্যক্তি নিখোঁজ হয়ে যান তাহলে হেল্পলাইন নাম্বারে ফোন করলে সাহায্য করবে রাজ্য সরকার।

এখনও নিখোঁজ বাংলার কয়েকজন পুণ্যার্থী

নবান্ন সূত্রে জানা গিয়েছে, মৌনী অমাবস্যায় প্রয়াগরাজে বাংলার যে পুণ্যার্থীরা গিয়েছিলেন, তাঁদের মধ্যে এখনও সাতজনের খোঁজ পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে উত্তরপ্রদেশ সরকারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। বাংলার যে পুণ্যার্থীরা মহাকুম্ভে গিয়ে বিপদে পড়েছেন, তাঁদের ফিরিয়ে আনার চেষ্টা করছে রাজ্য সরকার।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

মহাকুম্ভ ২০২৫ পবিত্র স্নান সারলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, দেখুন ছবি

ঘরে বসেই করতে পারবেন মহাকুম্ভ ২০২৫-এর পবিত্র স্নান! শুধু মানতে হবে এই ৫টি বিষয়

YouTube video player