
Maha Kumbh 2025: মহাকুম্ভে গিয়ে নিখোঁজ বৃদ্ধ মা! শোকের ছায়া পরিবারের উপর
মহাকুম্ভের দুর্ঘটনার জেরে নিখোঁজ মালদা ইংরেজ বাজারের বাসিন্দা অনিতা ঘোষ। গত সোমবার ২০ জনের সঙ্গে মহাকুম্ভের উদ্দেশ্যে রওনা দেন অনিতা। বুধবার স্নান করতেও নামেন বলে জানান তাঁর পরিবার। তারপর থেকেই নিখোঁজ অনিতা ঘোষ।
মহাকুম্ভের দুর্ঘটনার জেরে নিখোঁজ মালদা ইংরেজ বাজারের বাসিন্দা অনিতা ঘোষ। গত সোমবার ২০ জনের সঙ্গে মহাকুম্ভের উদ্দেশ্যে রওনা দেন অনিতা। বুধবার স্নান করতেও নামেন বলে জানান তাঁর পরিবার। তারপর থেকেই নিখোঁজ অনিতা ঘোষ। ঘটনার জেরে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। ইতিমধ্যেই তার ছবি নিয়ে প্রশাসন ও হাসপাতালে খোঁজ শুরু হয়েছে।