
বরাদ্দ ১০ লক্ষ, কাজ আড়াই লক্ষ! আমার পাড়া আমাদের সমাধানে বড় গরমিলের অভিযোগ শান্তিপুরে
Santipur News Today : শান্তিপুরে মুখ্যমন্ত্রী ঘোষিত ‘আমার পাড়া, আমাদের সমাধান’ প্রকল্পে বড় অনিয়মের অভিযোগ উঠেছে। শান্তিপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ৯৭ নম্বর বুথ এলাকায় রাস্তা সংস্কার ও ইলেকট্রিক পোল বসানোর জন্য মোট ১০ লক্ষ টাকা বরাদ্দ থাকলেও এখন পর্যন্ত কাজ হয়েছে মাত্র ২ লক্ষ ৬৫ হাজার টাকার।কাজের জায়গায় লাগানো ফলকেও সেই অঙ্কই উল্লেখ রয়েছে। এলাকাবাসীর অভিযোগ, বাকি টাকা দিয়ে পাশের গলি রাস্তা ও ইলেকট্রিক পোল বসানোর কথা থাকলেও হঠাৎ জানানো হয়েছে এই প্রকল্পে আর কোনও কাজ হবে না। ফলে প্রশ্ন উঠছে, বাকি বরাদ্দের টাকা গেল কোথায়?