বেহাল রাস্তা আসল না অ্যাম্বুলেন্স! অসুস্থ গৃহবধূকে খাটিয়ায় নিয়েই ছুটল পরিবার, মালদায় শিউরে ওঠা ঘটনা

বেহাল রাস্তা আসল না অ্যাম্বুলেন্স। অসুস্থ গৃহবধূকে খাটিয়ায় নিয়েই ছুটল পরিবার। প্রায় ৫ কিলোমিটার রাস্তা খাটিয়ায় শুয়েই নিয়ে গেল পরিবার। এরপর হাসপাতালে পৌঁছলেও গৃহবধূকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এমনই চরম অমানবিক ঘটনার সাক্ষী থাকল মালদা।

Share this Video

বেহাল রাস্তা আসল না অ্যাম্বুলেন্স। অসুস্থ গৃহবধূকে খাটিয়ায় নিয়েই ছুটল পরিবার। প্রায় ৫ কিলোমিটার রাস্তা খাটিয়ায় শুয়েই নিয়ে গেল পরিবার। এরপর হাসপাতালে পৌঁছলেও গৃহবধূকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এমনই চরম অমানবিক ঘটনার সাক্ষী থাকল মালদা। ঘটনাস্থল, মালদার বামনগোলা থানার মালডাঙ্গা গ্রাম। এই গ্রামেরই গৃহবধূ মামনি রায় (২২)। বেশ কয়েকদিন জ্বরে আক্রান্ত হয়ে ভুগছিলেন মামনি। এদিন অবস্থার অবনতি হলেও অ্যাম্বুলেন্স জোটেনি। গ্রামের রাস্তার অবস্থা বেহাল তাই আসেনি অ্যাম্বুলেন্স। এরপরে খাটিয়াতে শুয়েই মামনিকে নিয়ে যেতে হল হাসপাতালে। ঘটনার ভিডিও সামনে আসতেই রাজনৈতিক মহলে তোলপাড়।

Related Video