Malda : কী হয়েছিল মালদার এই BLO-র? এমন মৃত্যুতে দায় কার? তৃণমূল বনাম বিজেপি!

Malda : বিএলও-র মৃত্যুতে উত্তপ্ত মালদা। তৃণমূল কাউন্সিলরের নিশানায় নির্বাচন কমিশন, পাল্টা আক্রমণে বিজেপি। প্রচণ্ড কাজের চাপ নাকি তৃণমূলের খবরদারি— কার কারণে এই প্রাণহানি? ইংরেজবাজারের এই চাঞ্চল্যকর খবরের সব আপডেট।

Share this Video

Malda : মালদহের ইংরেজবাজারে এক বিএলও (BLO) কর্মীর মৃত্যু ঘিরে দানা বেঁধেছে বিতর্ক। মৃতার নাম সম্পৃতা চৌধুরী সান্যাল। তিনি ইংরেজবাজার পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের ১৬৩ নম্বর বুথের দায়িত্ব পালন করছিলেন। বুধবার ভোরে ফুলবাড়ী পাকুরতলা এলাকায় নিজ বাড়িতেই তার মৃত্যু হয়।

পেশায় আইসিডিএস কর্মী সম্পৃতার স্বামীর অভিযোগ, গত কয়েকদিন ধরে প্রচণ্ড কাজের চাপের মধ্যে ছিলেন তিনি। তার ওপর হাড়কাঁপানো শীত পরিস্থিতির আরও অবনতি ঘটায়। সম্পৃতা অসুস্থ বোধ করায় ডাক্তার দেখিয়েছিলেন এবং তাকে বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু প্রশাসনিক কাজের চাপে তিনি বিশ্রাম নেওয়ার সুযোগ পাননি। পরিবারের দাবি, এই মানসিক ও শারীরিক চাপ সহ্য করতে না পেরেই তার অকাল মৃত্যু হয়েছে।

এই ঘটনার খবর পেয়েই মৃতার বাড়িতে যান ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর গায়েত্রী ঘোষ। তিনি এই মৃত্যুর জন্য সরাসরি নির্বাচন কমিশনকে দায়ী করেছেন। তার অভিযোগ, কমিশনের অতিরিক্ত চাপের কারণেই বিএলও-রা অসুস্থ হয়ে পড়ছেন।

অন্যদিকে, বিজেপি দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় এই ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে বর্ণনা করেছেন। তবে তার দাবি, শুধু কমিশনকে দোষ দিলে চলবে না। তৃণমূলের স্থানীয় নেতৃত্ব ও জনপ্রতিনিধিরাও বিএলও-দের ওপর নানাভাবে চাপ সৃষ্টি করেন। দুই পক্ষের এই চাপ সামলাতে গিয়েই সাধারণ কর্মীরা বিপদে পড়ছেন বলে তিনি মনে করেন।

নির্বাচনের আগে একজন কর্মীর এমন মৃত্যুতে এলাকায় শোকের পাশাপাশি প্রশাসনিক কাজের পরিবেশ নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেল।

Related Video