
Malda Flood : গিলে খাচ্ছে গঙ্গা! মালদহে ফের বন্যার আশঙ্কা, ভোগান্তি তুঙ্গে দুর্গতদের
Malda Flood : রবিবার মালদহে ফের দুর্যোগের আশঙ্কা তৈরি হয়েছে। নিম্নচাপের জেরে ভাঙন কবলিত এলাকাগুলিতে বন্যা পরিস্থিতি আরও খারাপ হতে পারে। ইতিমধ্যেই রতুয়া বিধানসভার মহানন্দাটোলা, জিতুটোলা, মনিরামটোলা ও নবগ্রামের বহু মানুষ ঘরছাড়া।
Malda Flood : রবিবার মালদহে ফের দুর্যোগের আশঙ্কা তৈরি হয়েছে। নিম্নচাপের জেরে ভাঙন কবলিত এলাকাগুলিতে বন্যা পরিস্থিতি আরও খারাপ হতে পারে। ইতিমধ্যেই রতুয়া বিধানসভার মহানন্দাটোলা, জিতুটোলা, মনিরামটোলা ও নবগ্রামের বহু মানুষ ঘরছাড়া হয়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। দুর্গতদের অভিযোগ, প্রতিদিন একই ধরনের নিম্নমানের খাবার মিলছে, পর্যাপ্ত ত্রাণও পাচ্ছেন না।
এই পরিস্থিতি ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। উত্তর মালদহের বিজেপি সাংসদ খগেন মুর্মু অভিযোগ করেছেন, রাজ্যের সদিচ্ছার অভাবে স্থায়ী সমাধান হচ্ছে না। অন্যদিকে তৃণমূলের দাবি, গঙ্গার ভাঙন প্রতিরোধের দায়িত্ব কেন্দ্রের। রাজ্য ও কেন্দ্রের দায় এড়ানো-দায়ী মন্তব্যের মাঝে চরম ভোগান্তিতে পড়েছেন দুর্গত মানুষরা।