Malda : ফুলহারের স্রোতে ভাঙল বাঁধ! ভূতনিতে বন্যার আশঙ্কা, আতঙ্কে গোটা গ্রাম

Malda : মালদার মানিকচক ব্লকের ভূতনীর দক্ষিণ চন্ডীপুরে ফুলহারের প্রবল জলে ভেঙে গেল ১ কোটি ৩৫ লক্ষ টাকার নবনির্মিত বাঁধ। বুধবার ভোরে বাঁধ ভাঙায় সংরক্ষিত এলাকায় হু হু করে জল ঢুকে পড়ে আতঙ্ক ছড়ায়। গত বছরের মতো ফের বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। 

Share this Video

Malda : মালদার মানিকচক ব্লকের ভূতনীর দক্ষিণ চন্ডীপুরে ফুলহারের প্রবল জলে ভেঙে গেল ১ কোটি ৩৫ লক্ষ টাকার নবনির্মিত বাঁধ। বুধবার ভোরে বাঁধ ভাঙায় সংরক্ষিত এলাকায় হু হু করে জল ঢুকে পড়ে আতঙ্ক ছড়ায়। গত বছরের মতো ফের বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। স্থানীয়রা সেচ দপ্তরের ব্যর্থতা ও অবহেলার অভিযোগ তুলেছেন। বিজেপি এই ঘটনার জন্য তৃণমূলকে দায়ী করেছে।

Related Video