
Malda : প্রধান শিক্ষিকাকে হুমকি? তৃণমূল নেতার কীর্তিতে মালদায় স্কুলে চাঞ্চল্য, সিসিটিভি ফুটেজ ভাইরাল
Malda : মালদার হবিবপুরে স্কুলে প্রধান শিক্ষিকাকে অপমানের অভিযোগে তৃণমূল নেতা বিতর্কে। সিসিটিভি ফুটেজ ভাইরাল, শিক্ষা দপ্তরের তদন্ত শুরু।
Malda : মালদার হবিবপুর ব্লকের বুলবুলচণ্ডী আর এন রায় বিদ্যানিকেতন বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষিকাকে অপমান ও হুঁশিয়ারির অভিযোগ উঠল স্কুল পরিচালন সমিতির সভাপতি তথা তৃণমূল শ্রমিক নেতা সুবোধ রায়ের বিরুদ্ধে। ঘটনাটির সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই জেলা শিক্ষা মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ঝুম্পা মজুমদারের অভিযোগ, দীর্ঘদিন ধরেই সভাপতি তাঁর সঙ্গে দুর্ব্যবহার করে আসছেন। অন্যদিকে, সুবোধ রায়ের দাবি, অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। শিক্ষা দপ্তর জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হবে। এ নিয়ে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে।